ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। হতে পারে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, January 16, 2024

ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। হতে পারে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি।

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ সময় জাকিয়ে শীতের পর ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সমগ্র দক্ষিণবঙ্গে ১৭ই জানুয়ারি থেকে ১৯শে জানুয়ারি ২০২৪ পর্যন্ত সময়সীমার মধ্যে। বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গে কমবেশি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে প্রায় প্রতিটি জেলাতেই। মেঘলা আকাশ ও আদ্র আবহাওয়ায় দিনের বেলায় ঘনমেঘ থাকাকালীন অঞ্চলে বেশ ঠাণ্ডা অনুভব হবে। হাওড়া হুগলি কলকাতা মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া নদীয়া বর্ধমান সহ দক্ষিণবঙ্গের সব অঞ্চলেই বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে ভারীবৃষ্টি। যেহেতু মধ্য ও উচ্চ বায়ুমণ্ডলে হিমাঙ্কের কাছাকাছি বা হিমাঙ্কের নীচে তাপমাত্রা বিরাজ করছে তাই মেঘর মধ্য জলীয় বাষ্প একাধিক পর্যায়ে ঘনীভূত হয়ে শিলা বা শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে। কিছু কিছু অঞ্চলে দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বা বজ্রঝঞ্ঝা দেখা যাবে। মূলত ১৮ই জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে সবথেকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ১৯শে জানুয়ারি শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা হ্রাস পাবে। এখন প্রশ্ন কেন এই অসময়ে হবে বৃষ্টি? বর্তমানে সিকিমের উপর একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে এবং বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় সক্রিয় হচ্ছে। আগামী ৪৮ ঘন্টায় উচ্চচাপ বলয় আরো সক্রিয় হয়ে উঠবে এবং সমুদ্র থেকে আদ্র জলীয় বাষ্প পূর্ণ বাতাস পূর্ব মধ্য ভারতের উপর অগ্রসর হবে। ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত হবে। এই ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা ১৮ই জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর চলে আসবে। ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা ও উচ্চচাপ বলয়ের প্রভাবে ১৭ই জানুয়ারি ২০২৪ দক্ষিণবঙ্গে আদ্রতা বাড়তে শুরু করবে এবং মেঘের অনুপ্রবেশ ঘটবে। ১৮ই জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ দিনভর মেঘাচ্ছন্ন থাকতে পারে। ১৯শে জানুয়ারি ২০২৩ শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। সিস্টেমটি বাংলাদেশের দিকে ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরের উপর চলে যাবে এবং দুর্বল হয়ে যাবে। এবং উত্তরে বাতাসের প্রবাহ ফের একবার বাড়বে ১৯শে জানুয়ারি বা তার পর থেকে। ১৮ই জানুয়ারি ২০২৩ সমগ্র দক্ষিণবঙ্গে কমবেশি বৃষ্টির সম্ভাবনা ও আদ্র শীতল আবহাওয়া থাকার জন্য মাঠে থাকা বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। মাঠে ফসল পচে যাওয়ার, ছত্রাক ও ব্যাকটেরিয়া সংক্রামণ প্রচণ্ড পরিমাণে হতে পারে। বৃষ্টির পর ফসল ও শাকসবজির দাম ফের একবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আলু ও শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
১৬ই জানুয়ারি ২০২৩ মঙ্গলবার (দুপুর)।

No comments:

Post a Comment