নিজস্ব সংবাদদাতা: এইবারের শীতে প্রথম থেকেই দেখা যাচ্ছে যে , শৈল শহর দার্জিলিং জুড়ে বেশ ভালো রকম শীতের অনুভূতি হচ্ছে। সময়ের আগে থাকতেই দার্জিলিংয়ের সান্দাকফু পাহাড়ে তুষারপাত হয়েছে। ইতিমধ্যেই দার্জিলিংয়ে তাপমাত্রা শূন্য ডিগ্রির কাছে বা শূন্য ডিগ্রি আশেপাশে নেমে এসেছিল। আমরা সবাই দেখছি গত দু-তিনদিন ধরে পশ্চিমী ঝঞ্ঝার জন্য শৈলশহর দার্জিলিং এ বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং দার্জিলিং জেলার উত্তরে সান্দাকফু পাহাড়ে ইতিমধ্যেই আবারও তুষারপাত হয়েছে।
আগামী ২৪ ঘণ্টাতেও দার্জিলিং জেলার পাহাড়ে বিক্ষিপ্ত বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই দার্জিলিং জেলার তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে এসেছে !আগামী ৭২ ঘণ্টায় সমগ্র দার্জিলিং জেলা জুড়ে শীতের তীব্রতা আরো কিছুটা বৃদ্ধি পাবে।
দার্জিলিং জেলা ব্যতীত উত্তরবঙ্গের তরাই অঞ্চলের অন্যান্য জেলা গুলিতেও শীতের তীব্রতা বৃদ্ধি পাবে। আগামী ৭২ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
পর্যটকদের উদ্দেশ্যে ইতিমধ্যেই আবারও খুশির খবর রয়েছে যে বিগত ২৪ ঘন্টায় দার্জিলিংয়ের সান্দাকফু পর্বতে তুষারপাত শুরু হয়েছে!
পর্যটকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে দার্জিলিংয়ে গিয়ে আপনারা অবশ্যই তুষারপাতের আনন্দ উপলব্ধি করতে পারবেন। তবে অবশ্যই শৈত্য প্রবাহের সর্তকতা মেনে চলবেন।
আগামী ৭২ ঘণ্টায় পশ্চিমবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়া এবং সর্বনিম্ন তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে ওঠানামা করবে।
আগামী ৭২ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা সতর্কতা রয়েছে।
এই বছরে উত্তরবঙ্গ থেকে শীত বিদায়ে বিলম্ব হতে পারে!
দার্জিলিং সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ২৫ শে জানুয়ারি থেকে ৩১ শে জানুয়ারির মধ্যে শীতের তীব্রতা আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে!
ওই সময়কালীন দার্জিলিং এর তাপমাত্রা ০ ডিগ্রী সেলসিয়াস অথবা তাপমাত্রা মাইনাসের ঘরেও নামতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
পাহাড়ে যে সকল পর্যটকেরা বেড়াতে যাবেন আপনারা অবশ্যই যথেষ্ট পরিমাণে শীতবস্ত্র পরিধান করে দার্জিলিং জেলার কনকনে ঠান্ডা উপভোগ করবেন।
আগামী ৭ দিনে দার্জিলিং জেলার বিভিন্ন স্থানে তীব্র শীত বজায় থাকতে চলেছে।
এছাড়াও উত্তরবঙ্গের তরাই অঞ্চলের জেলাগুলির সঙ্গে উত্তরবঙ্গের গাঙ্গেয় অঞ্চলের মালদা ও দুই দিনাজপুর জেলাগুলিতেও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
শৈত্য প্রবাহের সতর্কবার্তা অবশ্যই মেনে চলবেন।
No comments:
Post a Comment