২৮/১/২০২৪
Sunday, January 28, 2024
দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।
নিজস্ব সংবাদদাতা: জাকিয়ে শীতের পর ফের দক্ষিণবঙ্গে তৈরি হচ্ছে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণাবর্ত ও সম্মিলন অঞ্চলের প্রভাবে ৩১শে জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। হতে পারে বিক্ষিপ্ত ভাবে শিলাবৃষ্টি। হাওড়া হুগলি কলকাতা পশ্চিম মেদিনীপুর বর্ধমান নদীয়া ২৪ পরগণা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি ও বিক্ষিপ্ত ভাবে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাড়বে দিনের ও রাতের তাপমাত্রা। জাকিয়ে হাড়কাঁপানো শীতের পর আগামী ৪৮ ঘন্টায় বাড়বে তাপমাত্রা। কমবে শীতের দাপট। আংশিক মেঘলা আকাশ ও বিরতি সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৩১শে জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমার মধ্যে। সকালের দিকে তৈরি হতে পারে কুয়াশা। দীর্ঘ সময় শীতকালীন বৃষ্টির পর মরশুমের প্রথম বাসন্তিক বজ্রবিদ্যুৎ সহ বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা বাড়াবে।
No comments:
Post a Comment