আগামী দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস এক নজরে জেনে নেওয়া যাক.... - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, February 01, 2024

আগামী দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস এক নজরে জেনে নেওয়া যাক....


তবে কি শীত বিদায় নিচ্ছে ? চারিদিকে এইরকম একটা গুজব শোনা গেল আসলে সেটি সত্যি নয়। কারণ এখনই  শীত বিদায় নিচ্ছে না । আর আমি ৮ তারিখের পর থেকে ফের প্রভাব বিস্তার করতে শুরু করবে শীত । কেন আবার কাম ব্যাক করতে চলেছে শীত চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক ? বস্তুত এবছর বেশ ভালই শীতের প্রভাব দেখা যাচ্ছে এবং আগামীদিনেও সেটি চলতে থাকবে কারণ উত্তর পশ্চিম ভারতের একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা আসছে যার জেরে শীতল বাতাস উত্তর প্রদেশ বিহার হয়ে পশ্চিমবঙ্গে এই উত্তরে হাওয়া বইতে শুরু করবে । তাই বর্তমানে আকাশে মেঘ থাকার জন্য দিনের তাপমাত্রা কম থাকলেও রাতের তাপমাত্রা কিন্তু খুব একটা কম ছিলনা কিন্তু এই আবহাওয়া পরিস্থিতি কাটার পর পশ্চিমী ঝঞ্ঝার ফলে ঠান্ডা শীতল বাতাস যখন পশ্চিমবঙ্গের আবার বইতে শুরু করবে তখন ক্রমশ আবার শীতের প্রভাব আমরা লক্ষ্য করতে পারবো । এই আবহাওয়া পরিবর্তনের সময় অসুখ-বিসুখ ও লেগেই থাকবে তাই আপনারা সকলে পরিবারের এবং নিজের সকল কাছের মানুষদের সঙ্গে সুস্থ থাকুন এবং আনন্দের সময় কাটান । আর আবহাওয়া সম্পর্কে সমস্ত তথ্য সবার আগে পেতে চোখ রাখুন আমাদের পেজ ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ ।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......