২৪শে ফেব্রুয়ারি ২০২৪
নিজস্ব সংবাদদাতা: শুষ্ক উত্তরে বাতাসের সঙ্গে সঙ্গে ভোরের দিকে ঠাণ্ডা ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করবে আগামী দুদিনে। কমবে বৃষ্টির সম্ভাবনা। মধ্যভারত ও তৎসংলগ্ন এলাকায় একটি সম্মিলন অঞ্চল তৈরি হতে চলেছে যারজন্য মধ্যপ্রদেশ ছত্তিশগড় মহারাষ্ট্র তেলেঙ্গানা প্রভৃতি অঞ্চলে আগামী ৪৮ ঘন্টায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সম্মিলন অঞ্চল দুর্বল হয়ে পড়ায় এবং মধ্যভারতের উপর নতুন করে সম্মিলন অঞ্চল তৈরি হবার কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর শুষ্ক মনোরম আবহাওয়া দেখা যাবে আগামী ৪৮ ঘন্টায়। বেলার দিকে গরম অনুভব হলেও রাত ও ভোরের দিকে মনোরম ঠাণ্ডা ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করবে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে ১৯ থেকে ২১°সে এর আশেপাশে। পশ্চিমাঞ্চল ও মধ্যবঙ্গের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ থেকে ২১°সে এর আশেপাশে। ২৭শে ফেব্রুয়ারি নাগাদ মধ্য ভারতের উপর থাকা সম্মিলন অঞ্চলটি ঝাড়খণ্ড ও ওড়িশার দিকে চলে আসতে পারে। যার জন্য ২৭শে ফেব্রুয়ারি ২০২৪ দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। আপাতত ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত রৌদ্রজ্জ্বল থেকে আংশিক মেঘলা আকাশ ও বাসন্তিক আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গে।
No comments:
Post a Comment