২৫শে ফেব্রুয়ারি ২০২৪
নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের শহর চন্দ্রকোনা ২০২৪ সালের গরমের হটস্পটে পরিণত হতে চলেছে। মার্চ মাস থেকেই এবছর বীভৎস গরম টের পাবে চন্দ্রকোনা শহরবাসী। ২০২৪ সালে গরমের ট্রেণ্ড বিগত বছরগুলোর তুলনায় বেশ খানিকটা আলাদা হতে চলেছে। অন্যান্য বছর পুরুলিয়া বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে গরমের তীব্রতা বেশি থাকে। মূল গরম প্রবেশ করে ঝাড়খণ্ড হয়ে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার জন্য উত্তর পশ্চিম ভারত ও মধ্য ভারতে এখনো ঠাণ্ডার দাপট রয়েছে। যার কারণে পুরুলিয়া ও তৎসংলগ্ন এলাকা বেশ ঠাণ্ডা রয়েছে। তবে এবছর গরমের বেল্ট প্রবেশ করবে ওড়িশা ও ঝাড়খণ্ডের নীচের অংশ দিয়ে। ওড়িশা ভীষণ ভাবে উত্তপ্ত হয়ে উঠছে। মার্চ মাসে ওড়িশায় থাকা গরমের বেল্ট দক্ষিণবঙ্গের উপর প্রবেশ করবে। বিশেষত ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বাঁকুড়ার নীচের অংশ বেশি উত্তপ্ত থাকবে মার্চ মাসে। পশ্চিম মেদিনীপুর ও তৎসংলগ্ন এলাকা ২০২৪ সালে দাবদাহ ও তাপপ্রবাহের হটস্পট হতে চলেছে। চন্দ্রকোণা টাউনকে ঘিরে হিটবেল্ট তৈরি হবার সম্ভাবনা রয়েছে যা বিস্তৃত হবে খড়্গপুর, বাঁকুড়া, ঘাটাল , হুগলির গোঘাট ও তৎসংলগ্ন এলাকায়। মার্চ মাসে চন্দ্রকোণা টাউন ও তৎসংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ৪০°সে এর উপর এবং পরবর্তীতে তাপপ্রবাহ বলয় বিস্তৃত হবে হাওড়া হুগলি বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর ও তৎসংলগ্ন এলাকায়। মার্চ মাসের প্রথম সপ্তাহে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। মূল তাপপ্রবাহ শুরু হবে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে যা চলতেই থাকবে বেশ অনেকদিন তবে এর মধ্যে কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও গরম কমবে না। মার্চ মাসে বাঁকুড়া চন্দ্রকোণা টাউন গোয়ালতোড় ইন্দাস গোঘাট আরামবাগ খানাকুল আমতা ঘাটাল ঝাড়গ্রাম এই পুরো বেল্ট ভয়াবহ ধরনের গরমের কবলে পড়তে চলেছে। ২০২৪ সালের ভীষণ দাবদাহ ও গরমের হটস্পটে পরিণত হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা টাউন। তাপপ্রবাহ গুলো ২০২৪ সালের বেশির ভাগ ক্ষেত্রেই তৈরি হবে পশ্চিম মেদিনীপুর ও তৎসংলগ্ন বাঁকুড়াকে কেন্দ্র করে। মার্চ মাসে ঐ সমস্ত অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ৩৮-৪৩°সে আশেপাশে। তাই চন্দ্রকোণা ঘাটাল ক্ষীরপাই গোয়ালতোড় শালবনী ও তৎসংলগ্ন এলাকার মানুষদের তাপপ্রবাহ ও দাবদাহ জনিত বাড়তি সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হচ্ছে। দুপুরের দিকে ভয়াবহ লু বাতাস প্রবেশের সম্ভাবনা রয়েছে ওই সমস্ত অঞ্চলে। ২০২৪ সালে ভীষণ গরমের কবলে পড়তে চলেছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি বাঁকুড়া জেলা।
No comments:
Post a Comment