উত্তর পশ্চিম ভারতে ঢুকছে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমীঝঞ্ঝার কতটা প্রভাব পড়বে বঙ্গে? - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, February 29, 2024

উত্তর পশ্চিম ভারতে ঢুকছে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমীঝঞ্ঝার কতটা প্রভাব পড়বে বঙ্গে?

নিজস্ব সংবাদদাতা: আফগানিস্তান ও পাকিস্তান অতিক্রম করে উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করতে চলেছে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমীঝঞ্ঝা হলো এমন একটি উপক্রান্তীয় অস্থিরতা যা পশ্চিমা জেট বাতাসের সক্রিয়তা ও গতিপথের উপর নির্ভরশীল। জেট বাতাসের প্রবাহের সঙ্গে সঙ্গে ঘূর্ণাবর্ত বা অক্ষরেখা হিসেবে ভারতে প্রবেশ করে পশ্চিমী ঝঞ্ঝা। শক্তির মাত্রার বিচারে এখন পর্যন্ত এবছর যতগুলো পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করেছে তার মধ্যে অন্যতম শক্তিশালী হলো আফগানিস্তান ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা পশ্চিমী ঝঞ্ঝাটি যা আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে। মিড ট্রপোস্ফিয়ারিক লেভেলে থাকা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতের নিম্ন ট্রপোস্ফিয়ারিক লেভেলে তৈরি হবে ঘূর্ণাবর্ত ও সম্মিলন অঞ্চল। এই দুয়ের প্রভাবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য ও সমতল অঞ্চলে ১লা মার্চ থেকে ৩রা মার্চের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা ও উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমীঝঞ্ঝাটি ১লা মার্চ থেকে ৩রা মার্চের মধ্যে উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে স্থানান্তরিত হবে। যার জন্য ৩রা ও ৪ঠা মার্চ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২রা মার্চ ও ৩রা মার্চ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস প্রবেশের কারণে বাড়বে ঘর্মাক্ত ও অস্বস্তিকর গরম। প্রদত্ত সময়সীমার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩-৩৫°সে পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পশ্চিমীঝঞ্ঝাটির প্রভাব ৫ তারিখ থেকে কমে যাবে যার জন্য ওই সময় ফের একবার রাতের দিকে হালকা শীতের আমেজ ফিরতে পারে।
২৯শে ফেব্রুয়ারি ২০২৪

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......