২৮শে ফেব্রুয়ারি ২০২৪
নিজস্ব সংবাদদাতা: একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রার সামান্য হেরফের হলেও বড়ো ধরনের হেরফের হয়নি। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ২৯-৩১°সে এর আশেপাশে রয়েছে এখনো পর্যন্ত। তবে ইতিমধ্যেই আফগানিস্তান ও তৎসংলগ্ন এলাকায় একটি বড়ো ধরনের পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে যা আগামী ৭২ ঘন্টার মধ্যে জন্মু ও কাশ্মীর এবং উত্তর পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে প্রভাব ফেলতে চলেছে। ভারী তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে জন্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশে। এই পশ্চিমী ঝঞ্ঝাটি যত পূর্ব দিকে অগ্রসর হবে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গে প্রভাব বিস্তার করবে। ১লা মার্চ ও তার পরবর্তী সময়ে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যা ৪ঠা মার্চ পর্যন্ত থাকতে পারে। প্রদত্ত সময়সীমার মধ্যে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩-৩৪°সে পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫ই মার্চ থেকে ফের আরেকবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে। ৫ই মার্চ ও তার পরবর্তী ২-৩ দিন রাতের দিকে কিছুটা ঠাণ্ডার আমেজ পাওয়া যেতে পারে। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটোই বাড়তে শুরু করবে।
No comments:
Post a Comment