৯ই ফেব্রুয়ারি ২০২৪
নিজস্ব প্রতিবেদন: সরস্বতী পূজা ও ভ্যালেন্টাইনের সময় দখিনা বাতাসের হাত ধরে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বসন্ত। তবে দখিনা বাতাসের সঙ্গে প্রবেশ করা জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাসের জন্য দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। কনকনে শীতের স্পেল আগামী ৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গে অনেকাংশেই কমে যাবে। প্রবেশ করবে দখিনা বাতাস। ১১ই ফেব্রুয়ারি থেকে ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় উচ্চচাপ বলয়ের আদ্র বাতাস ও সম্মিলন অঞ্চলের প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড ছত্তিশগড় বিহার ও পশ্চিমবঙ্গে ১১ থেকে ১৫ই ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত সময়সীমার মধ্যে মাঝেমধ্যে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। বিক্ষিপ্ত ভাবে হতে পারে শিলাবৃষ্টি। আকাশ থাকবে আংশিক মেঘলা ও বাড়বে গরম। বাড়বে রাতের তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২০°সে এর আশেপাশে চলে যেতে পারে।
No comments:
Post a Comment