৬ই মার্চ ২০২৪
নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে কেটে গেছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। বিহার থেকে ঢুকছে শুষ্ক শীতল পশ্চিমা বাতাস। শীতল পশ্চিমা বাতাসের প্রভাবে বেশ খানিকটা কমতে পারে রাতের তাপমাত্রা আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০°সে ও এর নীচে থাকবে এবং তরাই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ থেকে ১৬°সে এর আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ থেকে ২৯°সে এর আশেপাশে। উত্তরবঙ্গে রোদের তেজ বৃদ্ধি পেলেও রাতের দিকে ঠাণ্ডা বেশ খানিকটা অনুভব হবে। প্রধানত রৌদ্রজ্জ্বল শুষ্ক ও শীতল বাসন্তিক আবহাওয়া বিরাজ করবে। উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। মালদা দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার প্রভৃতি অঞ্চলে মনোরম শুষ্ক ও বৃষ্টিহীন আবহাওয়া বিরাজ করবে। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে উত্তরবঙ্গে কমবে শীতের আমেজ দিনের বেলায় বাড়বে গরম। তবে পার্বত্য অঞ্চলে ভালো ঠাণ্ডা অনুভব হবে।
No comments:
Post a Comment