নিজস্ব সংবাদদাতা: মার্চের দ্বিতীয়ার্ধ থেকে আবহাওয়া পরিস্থিতি পাল্টাতে শুরু করবে দক্ষিণবঙ্গে। বর্তমানে শুষ্ক আবহাওয়া দিনে গরম ও রাতে ঠাণ্ডার মতো পরিস্থিতি তৈরি হলেও মার্চের দ্বিতীয়ার্ধে ওড়িশা থেকে আসা গরম বাতাসে উত্তপ্ত হতে শুরু করবে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অঞ্চল। গরম বাতাস প্রবেশের কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৮°সে এর আশেপাশে উঠে যাবার সম্ভাবনা রয়েছে। প্রধানত ওড়িশা থেকে আসা শুষ্ক বাতাসের প্রবেশের কারণে দিনের বেলায় চড়া রোদ সহ অসম্ভব গরম অনুভব হবে দক্ষিণবঙ্গে। প্রধানত রৌদ্রজ্জ্বল শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে মার্চের দ্বিতীয়ার্ধে বিক্ষিপ্ত ভাবে কয়েকটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
মার্চের ১৫ থেকে ২১ তারিখের মধ্যে তীব্র থেকে তীব্রতর হবে গরমের দাপট। রৌদ্রজ্জ্বল থেকে আংশিক মেঘলা কখনো শুষ্ক গরম আবার কখনও আদ্র ও অসস্তিকর ভ্যাপসা গরম অনুভব হবে। মাসের শেষের দিকে তীব্র গরমের দাপট ও কয়েকটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৭/২/২০২৪
No comments:
Post a Comment