চন্দ্রকোণায় সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ৪৮°সে। ভয়াবহ দাবদাহের ইঙ্গিত মেদিনীপুরে। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, April 27, 2024

চন্দ্রকোণায় সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ৪৮°সে। ভয়াবহ দাবদাহের ইঙ্গিত মেদিনীপুরে।

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের উল্লেখযোগ্য জনপদ হলো চন্দ্রকোণা। এই চন্দ্রকোণা টাউনে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে আগামী ৪-৫ দিনের মধ্যে ৪৮°সে। ভয়াবহ তাপপ্রবাহের ইঙ্গিত চন্দ্রকোণা টাউন সহ সমগ্র পশ্চিম মেদিনীপুর জুড়ে। সমগ্র পশ্চিম মেদিনীপুর জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ৪৪ থেকে ৪৮°সে এর আশেপাশে। পশ্চিম মেদিনীপুর চলমান তীব্র তাপপ্রবাহের হটস্পট এবং আগামী ৪ থেকে ৫দিনে পরিস্থিতি আরো ভয়ঙ্কর আকার ধারণ করতে চলেছে সমগ্র পশ্চিম মেদিনীপুর জুড়ে। খড়্গপুর, শালবনী, কেশপুর, দাসপুর, ঘাটাল, ক্ষীরপাই , মেদিনীপুর টাউন সহ সমগ্র মেদিনীপুরে আগামী ৪ থেকে ৫ দিন দুপুরের দিকে আগুনে হলকা বাতাস বা লু বাতাস বয়ে যেতে পারে ২০ থেকে ৩০ কিলোমিটার প্রতি ঘন্টায়। বেশিক্ষণ রোদের নীচে থাকলে সানস্ট্রোকের সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিনে সমগ্র পশ্চিম মেদিনীপুরের গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৬°সে এর আশেপাশে। ২৮,২৯ ও ৩০শে এপ্রিল ২০২৪ অর্থাৎ রবিবার, সোমবার ও মঙ্গলবার সমগ্র পশ্চিম মেদিনীপুরের তাপপ্রবাহের পরিস্থিতি সবচেয়ে খারাপ হবার সম্ভাবনা রয়েছে। তাই দাবদাহের পরিস্থিতির হাত থেকে বাঁচতে সকাল ১০টা থেকে বিকাল ৪টে পর্যন্ত রোদের নীচে থাকবেন না। পর্যাপ্ত জল ও ও আর এস খান। রোদে বেরোলে অবশ্যই ছাতা ও সানগ্লাস ব্যবহার করুন। বাইক চালানোর সময় মুখে ঠাণ্ডা জলে ভেজানো রুমাল ব্যবহার করুন। হালকা খাবার খান। শরীর খারাপ লাগলে বা সানস্ট্রোকের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
২৭শে এপ্রিল ২০২৪

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......