২৭শে এপ্রিল ২০২৪
নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের উল্লেখযোগ্য জনপদ হলো চন্দ্রকোণা। এই চন্দ্রকোণা টাউনে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে আগামী ৪-৫ দিনের মধ্যে ৪৮°সে। ভয়াবহ তাপপ্রবাহের ইঙ্গিত চন্দ্রকোণা টাউন সহ সমগ্র পশ্চিম মেদিনীপুর জুড়ে। সমগ্র পশ্চিম মেদিনীপুর জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ৪৪ থেকে ৪৮°সে এর আশেপাশে। পশ্চিম মেদিনীপুর চলমান তীব্র তাপপ্রবাহের হটস্পট এবং আগামী ৪ থেকে ৫দিনে পরিস্থিতি আরো ভয়ঙ্কর আকার ধারণ করতে চলেছে সমগ্র পশ্চিম মেদিনীপুর জুড়ে। খড়্গপুর, শালবনী, কেশপুর, দাসপুর, ঘাটাল, ক্ষীরপাই , মেদিনীপুর টাউন সহ সমগ্র মেদিনীপুরে আগামী ৪ থেকে ৫ দিন দুপুরের দিকে আগুনে হলকা বাতাস বা লু বাতাস বয়ে যেতে পারে ২০ থেকে ৩০ কিলোমিটার প্রতি ঘন্টায়। বেশিক্ষণ রোদের নীচে থাকলে সানস্ট্রোকের সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিনে সমগ্র পশ্চিম মেদিনীপুরের গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৬°সে এর আশেপাশে। ২৮,২৯ ও ৩০শে এপ্রিল ২০২৪ অর্থাৎ রবিবার, সোমবার ও মঙ্গলবার সমগ্র পশ্চিম মেদিনীপুরের তাপপ্রবাহের পরিস্থিতি সবচেয়ে খারাপ হবার সম্ভাবনা রয়েছে। তাই দাবদাহের পরিস্থিতির হাত থেকে বাঁচতে সকাল ১০টা থেকে বিকাল ৪টে পর্যন্ত রোদের নীচে থাকবেন না। পর্যাপ্ত জল ও ও আর এস খান। রোদে বেরোলে অবশ্যই ছাতা ও সানগ্লাস ব্যবহার করুন। বাইক চালানোর সময় মুখে ঠাণ্ডা জলে ভেজানো রুমাল ব্যবহার করুন। হালকা খাবার খান। শরীর খারাপ লাগলে বা সানস্ট্রোকের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
No comments:
Post a Comment