সমগ্র পশ্চিমবঙ্গে বর্ষার আগমন হলো আজ , এরূপ পরিস্থিতিতে আবহাওয়ায় কি পরিবর্তন লক্ষ্য করা যাবে চলুন জেনে নেওয়া যাক ... - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, June 28, 2024

সমগ্র পশ্চিমবঙ্গে বর্ষার আগমন হলো আজ , এরূপ পরিস্থিতিতে আবহাওয়ায় কি পরিবর্তন লক্ষ্য করা যাবে চলুন জেনে নেওয়া যাক ...

নমস্কার সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের ব্লগস্পটে স্বাগতম জানাই , বর্তমানে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কিন্তু অনেকটাই বদলেছে এবং সেই ভ্যাপসা গরমের হাত থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছে দক্ষিণ বঙ্গবাসী । আমাদের তরফ থেকে আগে ব্লগে জানানো হয়েছিল যে ২৭ শে জুন থেকে ৪ ঠা জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রবাহের কারণে। বর্তমানে কিন্তু দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলের প্রায় প্রতিদিনই আকাশ মেঘলা থাকছে এবং কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত লক্ষ্য করছি আমরা । বস্তুত হয়ে বলা যায় ২০০৯ সালের পর এই প্রথম এত দেরিতে বর্ষা ঢুকলো পশ্চিমবঙ্গে এবং আজ সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বর্ষার আগমন ঘটেছে, যার জেরে আগামী দিনগুলোতেও কিন্তু বেশ কিছু অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। মেঘ ও সূর্যের লুকোচুরি খেলায় ফটোগ্রাফির জন্য বেশ আদর্শ পরিবেশ সৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে এবং আপনারা এত ভালো ভালো ছবি নিজের ফ্রেমবন্দি করে আমাদের পাঠিয়েছেন তা দেখে সত্যি আমরা আপ্লুত । আসলে আমরা সবাই প্রকৃতি প্রেমী এবং প্রকৃতি মাঝে মাঝে নিজের সৌন্দর্যকে আরো বাড়ায় যা আমাদের ফ্রেমবন্দি করতেই হয়। তবে আগামী দিনে দক্ষিণবঙ্গে আকাশ কিন্তু কিছুটা মেঘলা থাকবে এবং কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরে কিন্তু বৃষ্টিপাত যেন থামছেই না উত্তরবঙ্গের উত্তরে জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিনগুলোতে বজায় থাকছে। যদি ভারতের কোথায় আসি তাহলে কিন্তু বলা যায় যে প্রায় সমগ্র ভারত জুড়েই আমরা কমবেশি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি অর্থাৎ বর্ষার আগমন ঘটে গেছে তাই এই আবহাওয়া পরিবর্তনের সময় অনেকের বাড়িতে কিন্তু জ্বর সর্দি কাশির মতন অসুখ-বিসুখে দেখা মিলছে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল আপনার জন্য সুস্থ থাকেন এবং সচেতন থাকেন। আবহাওয়া সম্পর্কিত আরো তথ্য বিস্তারিত পেতে আমাদের পেজে চোখ রাখতে ভুলবেন না ।

No comments:

Post a Comment