জুলাই মাসের ১০ তারিখ চলে গেলেও বর্ষার পরিস্থিতি দুই বঙ্গে দুই রকমই রয়ে গেছে বিশেষ করে জুন মাসের মতোই প্রায় অবস্থা পশ্চিমবঙ্গের লক্ষ্য করা যাচ্ছে | অর্থাৎ উত্তরবঙ্গের পার্বত্য এবং সন্নিহিত পাদদেশীয় জেলা গুলি ছাড়া বাকি সমস্ত জেলায় বৃষ্টির প্রবল ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের একমাত্র পূর্ব বর্ধমান জেলা ছাড়া অন্যত্র বৃষ্টির ঘাটটির একই রকম দশা প্রায় | এর প্রধান কারণ দুটি যা হলো রাজস্থান থেকে উত্তরবঙ্গ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা ও অন্যদিকে গুজরাট থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা, যার ফলে এই দুইয়ের মধ্যবর্তী অবস্থানে থাকা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের মেঘ লক্ষ্য করা যাচ্ছে না কারণ দু দিক দিয়ে দুই নিম্নচাপ অক্ষরেখা পশ্চিমবঙ্গের উপরে থাকা জলীয় বাষ্পপূর্ণ মেঘকে দুদিকে টেনে নিচ্ছে এর ফলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে উপর দিকে উত্তরবঙ্গে ক্রমাগত নিম্নচাপ অক্ষরেখার অবস্থানের কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে যথেষ্ট বেশি পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং তার ফলে বিভিন্ন জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন এবং বন্যা পরিস্থিতি দেখা যাচ্ছে | আগামী কয়েক দিন এই নিম্নচাপ অক্ষরেখার উত্তরবঙ্গী অবস্থান করবে যার ফলে ওই সমস্ত অঞ্চলে ভারী থেকে চরম ভারী বৃষ্টিপাত এবং তিস্তা ও জাদা ঢোকা নদীর উপত্যকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে এবং নতুন করে রায়ডাক এবং অন্যান্য নদীগুলিও বন্যা পরিস্থিতির মুখে পড়তে পারে আবার | দক্ষিণবঙ্গে জুলাই মাসের একদম প্রথম দিকে বর্ধমান এবং সংরক্ষণ অঞ্চলে ঘটেছিল বৃষ্টিপাতের ফলে বর্তমানে বৃষ্টির পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অন্যান্য অংশে বৃষ্টির আপাতত কোন জোরালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না |
আবহাওয়া সংক্রান্ত এইরকমই আরো বিশেষ তথ্য পেতে জুড়ে থাকুন আমাদের সাথে সর্বদা |
No comments:
Post a Comment