আবহাওয়ার বিশাল তারতম্য দুই বঙ্গে, ভারী থেকে চরম ভারী বৃষ্টিপাতের সতর্কতা যেখানে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় সেখানে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা একরকম নেই বললেই চলে | মৌসুমী বায়ুর এই তারতম্যের ফলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাতের ঘাটতি পূরণের কোনরকম আশার এই মুহূর্তে দেখা যাচ্ছে না | দুদিন আগে উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্যে বঙ্গোপসাগরের একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার জন্য মৌসুমী অক্ষরেখা নিচের দিকে অগ্রসর করলেও তার ফলে ঘটে থাকা সামান্য বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বর্ষার ঘাটটির আশানুরূপ উন্নতি হয়নি | এদিকে উত্তর-পূর্ব আসনের উপর একটি ঘূর্ণাবর্ত্য সক্রিয় থাকায় উত্তরবঙ্গে ক্রমাগত বৃষ্টিপাত হয়ে যাচ্ছে যার ফলে দার্জিলিং পার্বত্য অঞ্চল এবং সংলগ্ন হিমালয়ের পাদদেশীয় অঞ্চল গুলিতে বেশিরভাগ অঞ্চলে জীবনযাপন বেহাল হয়ে পড়েছে | শিলিগুড়ি থেকে দার্জিলিং গামী 55 জাতীয় সড়ক বিভিন্ন জায়গায় ধসের জন্য এক রকম বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বেশ কিছু জায়গায় বসে গেছে রাস্তা | যদিও রোহিণী পাশে দার্জিলিং এর অপর একটি রাস্তা খোলা থাকায় তার দার্জিলিং এর সাথে ভারতের বাকি অংশ যোগাযোগ ব্যবস্থা কে সেরকম ভাবে প্রভাবিত করছে না | ভারী বৃষ্টিতে ধস নামে জলপাইগুড়ি থেকে গ্যাংটক গামী ১০ নম্বর জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশে যার ফলে কালিম্পং জেলার প্রায় ৩০ কিলোমিটার ১০ নম্বর জাতীয় সড়কের অংশে যান চলাচল নিষিদ্ধ করেছে কালিম্পং জেলার মহকুমা শাসক | আগামী দিনে বৃষ্টি আরো বাড়তে পারে বলে উত্তরবঙ্গের এই সমস্ত অঞ্চলে বিশেষ নজরদারি রাখা হচ্ছে যদিও দক্ষিণবঙ্গে এখনো অব্দি বৃষ্টিপাত বাড়ার কোনো রকম লক্ষণ দেখা যাচ্ছে না
আবহাওয়া সংক্রান্ত আরো বিশদ তথ্য জানতে জুড়ে থাকুন ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর সাথে সর্বদা
No comments:
Post a Comment