জুলাই মাসে কেমন বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে? কাটবে কি অনাবৃষ্টি ? - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, July 06, 2024

জুলাই মাসে কেমন বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে? কাটবে কি অনাবৃষ্টি ?

 

WhatsApp%20Image%202024-07-06%20at%2021.37.46_d812a4cf

বর্ষার দ্বিতীয় মাস জুলাই তবে জুলাই মাসের প্রথম সপ্তাহ চলে গেলেও দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিস্থিতির কোন উন্নতি দেখা গেল না | সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গপ্রসাগরের ওপর একটি নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস থাকলেও চা তৈরি হয়নি এবং আসন্ন দুই সপ্তাহে প্রায় একই রকম পূর্বাভাস থাকলেও পরিস্থিতি নিম্নচাপ তৈরির জন্য এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি | এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বারমেয়ের থেকে জয়পুর মধ্যপ্রদেশের গোয়ালিয়র হয়ে উত্তরপ্রদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত হয়ে ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ ও পশ্চিমবঙ্গের আসানসোল, মগরা হয় উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হয়েছে | বর্তমানে উপগ্রহ চিত্রে প্রায় সমগ্র ভারত এবং বঙ্গোপসাগরের অনেকটা অংশ জুড়ে মৌসুমীর মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। তবে সেই বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভাবে এবং প্রদ্যনাথ ও মধ্য ভারত এবং সংলগ্ন হিমালয় পার্বত্য অঞ্চলে সীমাবদ্ধ | গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রায় একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে অর্থাৎ বিভিন্ন জায়গায় প্রধানতও হালকা থেকে মাঝারি তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে কিন্তু প্রধান বৃষ্টির মেঘ উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলের সীমাবদ্ধ। এবং তার ফলে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আগামী ২ থেকে ৪ দিন বাড়ি থেকে চরম ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত প্রায় ২০০ মিলিমিটারের বেশি হতে পারে যার ফলে কোন কোন জায়গায় সাময়িকভাবে বন্যা এবং ভূমিধস নামতে পারে | যদিও আগামী দিনে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসতে পারে তবে মাসের মাঝামাঝি আবার বাড়তে পারে উত্তরবঙ্গে বৃষ্টিপাত | দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়তে শুরু করলেও তা আগস্ট মাসের শেষ পর্যন্ত স্বাভাবিক এর চেয়ে কমই থাকতে পারে যেহেতু কোন প্রভাবশালী নিম্নচাপ তৈরি হওয়ার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে না এবং মৌসুমী অক্ষরেখার প্রধানত উত্তর-পশ্চিম ভারত এবং সংলগ্ন হিমালয় পার্বত্য অঞ্চলে সীমাবদ্ধ | তবে স্বাভাবিকভাবে বৃষ্টির পরিমাণ জুন মাসের চেয়ে অনেকটাই ভালো হতে পারে এবং দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে প্রায় প্রতিদিনই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোন কোন দিন কোথাও কোথাও বিশেষ করে উত্তরের মুর্শিদাবাদ, বীরভূম লগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে |


আবহাওয়া সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ খবর পেতে জুড়ে থাকুন আমাদের সাথে সদা সর্বদা


No comments:

Post a Comment

Weather Prediction Model