নিজস্ব সংবাদদাতা: নমস্কার ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের ব্লগ পোস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই !
পূর্বাভাস মতই গত দশই এপ্রিল থেকে রাজ্যের অধিকাংশ জেলায় ঝড়-বৃষ্টি শুরু হয়েছে দেখা মিলেছে কালবৈশাখীর ও !
গতকাল দুপুরের পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির জেরে সাময়িকভাবে স্বস্তি পেয়েছেন বঙ্গবাসী তবে ঝড়-বৃষ্টির কারণে কোথাও কোথাও গাছ পড়ে এবং বজ্রপাতে কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে এবং শিলা বৃষ্টি কারণেও ফসলের ক্ষতি হয়েছে!
গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত ১০২ মিলিমিটার অপরদিকে দক্ষিণবঙ্গের বর্ধমান জেলায় সর্বোচ্চ ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
অন্যদিকে রাজ্যের উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম ছিল কলকাতার আলিপুরে বিগত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে এক মিলিমিটার কাঁথিতে বৃষ্টিপাত হয়েছে ২ মিলিমিটার!
আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী সাত দিনে অর্থাৎ নতুন বছরের শুরুতেও এবং চলতি বছরের শেষে ঝড়-বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে ! তবে ঝড় বৃষ্টি হলেও বেলা বাড়লেই অস্বস্তিকর গরম অনুভূত হবে রাজ্যের অধিকাংশ জায়গায় (ব্যতিক্রম উত্তরের পাহাড়ি অঞ্চল ) !
অর্থাৎ পরিশেষে বলাই যায় যে আগামী সাতদিন রাজ্যজুড়েই বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আরও বলা হয়েছে ঝড় বৃষ্টি চলাকালীন নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য কারণ বজ্রপাত!
তাই রাজ্যবাসীর কাছে বিনীত আবেদন বজ্রপাতের সর্তকতা অবলম্বন করবেন এবং সুরক্ষিত থাকবেন!
ধন্যবাদ।
Date: 11/04/2025.
No comments:
Post a Comment