নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুষ্পষ্ট নিম্নচাপ বর্তমানে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপট্টনম থেকে দক্ষিণ ওড়িশার গোপালপুরের মধ্যে দিয়ে স্থলভাগ অতিক্রম করে ছত্তিশগড় ও তেলেঙ্গানা রাজ্যের মধ্যে দিয়ে মহারাষ্ট্রের দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছত্তিশগড়, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা রাজ্যে। তবে অন্ধ্রপ্রদেশ অভিমুখী গভীর নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। ঘর্মাক্ত ও অসস্তিকর ভ্যাপসা গরম অনুভব হবে আগামী ৭২ ঘণ্টায়। তবে একদম উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যাবে মাঝেমধ্যে। দক্ষিণবঙ্গে মূলত নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি বা স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে মূলত আংশিক মেঘলা। অন্ধ্রপ্রদেশ উপকূলে তৈরি হওয়া গভীর নিম্নচাপ মৌসুমী অক্ষরেখাকে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের দিকে টেনে নেওয়ার কারণে বৃষ্টিপাত কমে গেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তবে নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করলে দক্ষিণবঙ্গে কিছুটা হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।। গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে পূবালী বাতাস সক্রিয় করে দেওয়ার কারণে নীলাকাশ ও শরৎকালীন আবহাওয়া দেখা যাবে। আকাশে রংধনু সূর্যশোভা ও ক্লাউড ইরিডেসেন্স এর মত সুন্দর সুন্দর বর্ণময় আবহাওয়া ফেনোমেনন তৈরি হবে।।
Weather of West Bengal
31/8/24
No comments:
Post a Comment