দক্ষিণবঙ্গ থেকে কমছে বৃষ্টির পরিমাণ। আগামী ৭ দিনে রাতে ঠান্ডা ও দিনে গরম অনুভব হবে বঙ্গে। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, February 25, 2025

দক্ষিণবঙ্গ থেকে কমছে বৃষ্টির পরিমাণ। আগামী ৭ দিনে রাতে ঠান্ডা ও দিনে গরম অনুভব হবে বঙ্গে।

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পূর্ব দিকে অগ্রসর হবার জন্য দক্ষিণবঙ্গ থেকে কমেছে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঢুকছে উত্তর পশ্চিমা শুষ্ক বাতাস। উত্তরবঙ্গের জেলাগুলোতেও ঢুকছে উত্তর পশ্চিমা বাতাস। উত্তরবঙ্গের সমতল অঞ্চলে আগামী ৪৮ ঘন্টায় হালকা মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই আগামী ৪৮ ঘন্টায়। তবে দার্জিলিং ও কালিম্পং জেলার দু একটি অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘন্টায়। উত্তরবঙ্গের সমতল অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬-২৮°সে এর আশেপাশে। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫-১৮°সে এর আশেপাশে। আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের কোথাও কোথাও হালকা মেঘাচ্ছন্নতা দেখা গেলেও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে রৌদ্রজ্জ্বল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামী ৪৮ ঘন্টায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বেশি রয়েছে তবে আগামী ৪৮ ঘন্টা পর থেকে রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে সমগ্র দক্ষিণবঙ্গে। পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ জেলায় রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮-৩০°সে এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ থেকে ১৮°সে আশেপাশে। অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় আকাশ আংশিক মেঘলা থেকে রৌদ্রজ্জ্বল থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই তবে উপকূলীয় এলাকায় কিছুটা আদ্র আবহাওয়া অনুভব হবে। সামগ্রিক ভাবে মনোরম আবহাওয়া অনুভব হবে উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গে। তবে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে ধীরে ধীরে বাড়বে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা তবে রাতের দিকে মনোরম আবহাওয়া অনুভব হবে।।
২৫শে ফেব্রুয়ারি ২০২৫ 
#Weatherofwestbengal

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......