রোদ উঠবে কবে !!! চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ... - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, February 01, 2025

রোদ উঠবে কবে !!! চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ...

নমস্কার আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের ব্লগস্পট এ স্বাগতম জানাই। আগামীকাল সরস্বতী পুজো আর এই আবহে বেশ ভালো রকম গরমের অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে।  দক্ষিণবঙ্গে কুয়াশা এবং ঝাপসা এই দুয়ের সম্মিলিত আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছিল বিগত বেশ কিছুদিন ধরে এবং আগামীকাল সরস্বতী পুজোর দিন অর্থাৎ রোববার সকালেও খানিকটা এরকম পরিস্থিতি থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তবে সোমবার সকাল থেকে কিন্তু আবার আগের মতন পরিস্থিতি লক্ষ্য করা যাবে অর্থাৎ রৌদ্রজ্জ্বল আবহাওয়া পুরোপুরি ভাবে লক্ষ্য করা যাবে সোমবার থেকে। বিপরীত ঘূর্ণবাত্ অবস্থানের ফলে এইরকম পরিস্থিতি তৈরি হচ্ছে এবং যার ফলে আজ পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গেছে দক্ষিণবঙ্গের যা ছিল ১১.৫° এবং দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গেছে উত্তরবঙ্গের যা ছিল ০.৫° । আগামী দিনেও কিছুটা এরকমই পরিস্থিতি বজায় থাকবে তবে সোমবারে পর থেকে কিছুটা গরম কমবে এবং হালকা শীতের দেখা মিলতে পারে বলে আসল করা হচ্ছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া সংক্রান্ত এরকম সকল তথ্য আরো বিস্তারিতভাবে পেতে অবশ্যই আমাদের পেজের ছবিগুলো রাখুন এবং আগামীকাল সরস্বতী পূজায় সারাদিন ভালোভাবে কাটান ।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......