২৬শে ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব সংবাদদাতা: মার্চের শুরুতেই তাপমাত্রার যথেষ্ট ভোলবদল হবে দক্ষিণবঙ্গে। ধীরে ধীরে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৪°সেলসিয়াস থেকে ৩৬°সেলসিয়াসের আশেপাশে কোথাও কোথাও। অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি নদীয়া, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ৩২ থেকে ৩৪°সে এর আশেপাশে। শুষ্ক পশ্চিমা বাতাসের হাত ধরে দিনের বেলায় চড়চড়িয়ে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। জলীয় বাষ্প পরিমণ্ডলে না থাকার কারণে যত দ্রুত ভূপৃষ্ঠে তাপ আসবে ঠিক সেরকমই তাড়াতাড়ি ভূপৃষ্ঠ তাড়াতাড়ি তাপ ছেড়ে দেবে যার জন্য পরিমণ্ডল দ্রুত ঠান্ডা হবে। দিনের বেলায় তেজ রোদ ও বেশ গরম অনুভব হবে কিন্তু রাতের দিকে তাপ বিকিরণের কারণে মনোরম আবহাওয়া অনুভব হবে। দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৬°সেলসিয়াসের আশেপাশে উঠে গেলেও রাতের দিকে ও ভোরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে ১৭ থেকে ১৯°সে এর আশেপাশে অর্থাৎ দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান ১০°সে ও তার বেশি হতে পারে। এই ধরনের তাপমাত্রার বৈপরীত্য দেখা যায় ভারতের রাজস্থানের থর মরুভূমিতে। সবচেয়ে বেশি তাপমাত্রার বৈপরীত্য দেখা যাবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের তবে কলকাতা হাওড়া ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা মার্চের শুরুতেই ৩২ থেকে ৩৪°সে এর আশেপাশে চলে যাবে। এই সময়ে সমগ্র দক্ষিণবঙ্গে রৌদ্রজ্জ্বল শুষ্ক ও বৃষ্টিহীন আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গে সেরকম তাপমাত্রার তারতম্য অনুভব হবেনা। দৈনিক তাপমাত্রার প্রসর বেড়ে যাবার কারণে ঠান্ডা গরম জনিত অসুস্থতা বাড়বে দক্ষিণবঙ্গে।
No comments:
Post a Comment