সপ্তাহের মাঝে ফের হালকা ঠাণ্ডার অনুভূতি পাওয়া যাবে দক্ষিণবঙ্গে। কমতে পারে সর্বোচ্চ তাপমাত্রা।। - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, March 02, 2025

সপ্তাহের মাঝে ফের হালকা ঠাণ্ডার অনুভূতি পাওয়া যাবে দক্ষিণবঙ্গে। কমতে পারে সর্বোচ্চ তাপমাত্রা।।

নিজস্ব সংবাদদাতা: মার্চের প্রথম দিনেই যে গরম অনুভব হয়েছে রীতিমতো নাভিশ্বাস উঠেছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে থাকা মানুষদের। এদিন ঝাড়গ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮°সে এর আশেপাশে। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার সর্বচ্চ তাপমাত্রা উঠে গেছে ৩৬ থেকে ৩৮°সেলসিয়াস এর আশেপাশে। অন্যদিকে কলকাতা হাওড়া সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় ভালোই গরম অনুভব হয়েছে। তবে তুলনামূলক ভাবে কম গরম অনুভব হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ নদীয়া জেলায়। এই সমস্ত অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ থেকে ৩৪°সে এর আশেপাশে। উত্তর পশ্চিম ভারতের উপর থাকা একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব ভারতের দিকে এগিয়ে আসার কারণে হঠাৎ করেই গরম বেড়ে গেছে দক্ষিণবঙ্গে। খুবই বিক্ষিপ্তভাবে মেঘাচ্ছন্নতা ও ঝড়বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাংশে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায়। তবে আগামী ৪৮ ঘন্টায় পশ্চিমী ঝঞ্ঝাটি আরো পূর্ব দিকে সরে দুর্বল হয়ে পড়লে উত্তর পশ্চিম ভারত থেকে শীতল উত্তরে বাতাস প্রবেশ করবে যার জন্য সপ্তাহের মাঝে ফের একবার ঠান্ডা অনুভূত হতে চলেছে দক্ষিণবঙ্গে। বিশেষ করে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সময়সীমার মধ্যে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও ১৪ থেকে ১৬°সে এর আশেপাশে নেমে যেতে পারে। পুরুলিয়া ও বাঁকুড়ার কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১৩ থেকে ১৪°সে এর আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রার পতন ভালো রকম হবে সর্বোচ্চ তাপমাত্রা চলে যেতে পারে ২৭ থেকে ৩০°সে এর আশেপাশে। তবে চলতি সপ্তাহের পর থেকে ফের গরমের দাপট বাড়বে এবং তৈরি হবে ধীরে ধীরে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়বৃষ্টির পরিস্থিতি। গরম পড়ে যাওয়ার পর ফের পারদ পতন হবার সম্ভাবনা তৈরি হয়েছে তার কারণ হলো যে পশ্চিমী ঝঞ্ঝাটি দক্ষিণবঙ্গে গরম বাড়িয়েছে সেই ঝঞ্ঝাটি উত্তর পশ্চিম ভারতে ব্যাপক তুষারপাত ও শিলাবৃষ্টি ঘটিয়েছে তার প্রভাবে উত্তর পশ্চিম ভারতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুয়েরই পতন ঘটেছে ওই সমস্ত অঞ্চল থেকে আসা শীতল বাতাস দক্ষিণবঙ্গে প্রবেশ করে একধাক্কায় অনেকটাই তাপমাত্রার পতন ঘটাতে পারে। যার জন্য চলতি সপ্তাহে বোনাস একটি ঠান্ডার স্পেল পেতে চলেছে দক্ষিণবঙ্গ।
২রা মার্চ ২০২৫

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......