এপ্রিলের বাকি দিনগুলোতে ফের কি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে ? কি বলছে আবহাওয়া দপ্তর ? চলুন জেনে নেয়া যাক!
নিজস্ব সংবাদদাতা: নমস্কার ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের ব্লগ পোস্টে আপনাদের সকলকে স্বাগতম!
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতই দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই ঝড় বৃষ্টির ফলেই সাময়িকভাবে রাজ্যবাসী কিছুটা হলেও তীব্র গরমের হাত থেকে আপাতত রেহাই পাচ্ছেন!
বঙ্গবাসীদের আগেই জানানো হয়েছে যে আবহাওয়া দপ্তর অগ্রিম পূর্বভাস প্রদান করেছিলেন যে ১০ই এপ্রিল থেকে ২০ শে এপ্রিল পর্যন্ত সময়সীমার মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে কমবেশি ঝড়-বৃষ্টি চলবে অর্থাৎ এই সময় সীমার মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রাজ্যের বিভিন্ন জেলায় স্বাভাবিক থাকবে কোথাও কোথাও দুই একদিন স্বাভাবিকের থেকে নীচেও থাকতে পারে তাপমাত্রা !
অর্থাৎ কিছুটা হলেও উপরিক্ত সময় সীমার মধ্যে মাঝেমধ্যে ঝড়-বৃষ্টির কারণে গরম কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে।
তবে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে ২০ শে এপ্রিলের পরবর্তী সময়ে ঝড় বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যাবে ! সেই কারণে এপ্রিলের কুড়ি তারিখের পর বঙ্গ জুড়ে তাপমাত্রা বৃদ্ধি পাবে অর্থাৎ বাংলা নতুন বছরের বৈশাখের দহন জ্বালা ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে !!
ঐ সময়ে অর্থাৎ ২০ এপ্রিলের পরবর্তী সময়ে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেই দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা!
অর্থাৎ পরিশেষে বলাই যায় যে বৈশাখের প্রথমার্ধেই দহনজালা সহ্য করার জন্য আরও একবার বঙ্গবাসীকে প্রস্তুত থাকতে হবে বিশেষ করে দক্ষিণবঙ্গ বাসীদের !
Date: 12/04/2025.
No comments:
Post a Comment