বিস্তারিত জেনে নিন:-
নিজস্ব সংবাদদাতা:- আমরা সবাই দেখলাম যে বিগত কয়েকদিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে ক্ষতি ও হয়েছে!
বজ্রপাতে মানুষের মৃত্যুর খবরও পাওয়া গেছে!
সব মিলিয়ে গরমের হাত থেকে যেরকম স্বস্তি পাওয়া গেছে ঠিক তেমনি রাজ্যের বেশ কিছু জেলায় কালবৈশাখীর জেরে ক্ষয়ক্ষতিরও খবর সামনে এসেছে।
এমনিতে গত বছরের তুলনায় বা বিগত কয়েক বছরের তুলনায় এই বছরের এপ্রিল মাস এখনো পর্যন্ত কিছুটা শীতল !
এই বছরের এপ্রিলে গরম পড়লেও তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে ছিল! গত কয়েকদিনের বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির কারণে সর্বোচ্চ তাপমাত্রা মাঝেমধ্যেই স্বাভাবিক অথবা স্বাভাবিকের নিচে রেকর্ড হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে !
তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহে শুরু থেকেই গরম বাড়বে কলকাতাসহ দক্ষিণবঙ্গে।
কলকাতায় সপ্তাহের মধ্যবর্তী সময় সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে !
ঘর্মাক্ত অস্বস্তিকর গরম আবহাওয়া বিরাজ করতে পারে!
অপরদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে! সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে চল্লিশ সেলসিয়াসের উপরে!
তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঐ সময়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে থাকবে !
পরিশেষে বলাই যায় যে আগামী সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ ভালো রকম গরম পড়তে চলেছে এবং দক্ষিণ বঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ অর্থাৎ লু- পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে।
সব মিলিয়ে বলা যায় যে এপ্রিলের ২২ তারিখ থেকে আপাতত কয়েক দিন আগামী সপ্তাহে গরমে নাজেহাল হতে চলেছে দক্ষিণবঙ্গের বাসিন্দারা!
Date : 20/04/2025
No comments:
Post a Comment