বৃষ্টির অপেক্ষায় কলকাতা সহ দক্ষিণবঙ্গ!
বিস্তারিত জেনে নিন:-
নিজস্ব সংবাদদাতা:- কয়েকদিন আগে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে অসহনীয় গ্রীষ্মের দাবদাহ !
গত রবিবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গরমের দাপট শুরু হয়েছে ! সামুদ্রিক
জলীয় বাষ্পপূর্ণ বাতাস এবং মধ্যভারত থেকে আসা গরম হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গের অবস্থা শোচনীয় !
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শুরু হয়েছে তাপপ্রবাহ পরিস্থিতি!
গত ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে আসানসোল শহরে ৪১.৪ ডিগ্রী সেলসিয়াস !
অপরদিকে শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে গত ২৪ ঘন্টায় আলিপুরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও দমদমে ৩৭ ডিগ্রী সেলসিয়াস !
বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতির কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম অসহনীয় হয়ে উঠেছে!
আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় সর্বোচ্চ তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে !
তবে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে ২৫শে এপ্রিলের পর দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে শুরু করবে তার কারণ ঝাড়খন্ড অঞ্চলে নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় হবে।
এর ফলে ২৬ শে এপ্রিল বিকেলে পর থেকে অর্থাৎ সাতাশ এপ্রিলের আশেপাশে আবারও শুরু হতে চলেছে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি !
পরিশেষে বলাই যায় যে,এর ফলে কিছুটা হলেও তীব্র দাবদাহের হাত থেকে রেহাই পেতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ বাসি!
Date : 23/04/2025.
No comments:
Post a Comment