🌦️ দক্ষিণবঙ্গে আসছে বৃষ্টি সাথে থাকছে আর্দ্রতার দাপট💧🌤️
দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী ২৪ ঘণ্টায় বড় কোনো পরিবর্তনের মুখ দেখছে না। আপাতত কোন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তবে দু-একটি স্থানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা দিতে পারে। এই বৃষ্টির ছোঁয়া কিছুটা স্বস্তি দিলেও পুরোপুরি আরাম মিলবে না।
🌡️ বৃষ্টিপাত না হওয়ার কারণে তাপমাত্রা বাড়ছে স্বাভাবিকের ওপরে
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনের তাপমাত্রা কোনো কোনো সময়ে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি হতে পারে। এর ফলে ভ্যাপসা গরমে অস্বস্তি আরও বাড়বে। বিশেষত দুপুরের দিকে সূর্যের তেজ এবং গরম হাওয়া মানুষের দৈনন্দিন কাজকে কিছুটা হলেও কঠিন করে তুলতে পারে।
💧 আর্দ্রতা জনিত অস্বস্তি অব্যাহত
বৃষ্টির অভাব এবং তাপমাত্রার ঊর্ধ্বগতির কারণে আর্দ্রতা জনিত অস্বস্তিকর পরিবেশ আগামী দিনগুলোতে বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য শরীরে ঘেমে যাওয়া, ক্লান্তি এবং অস্বস্তি তৈরি করবে। তাই এই সময়ে হালকা খাবার, পর্যাপ্ত পানি পান এবং ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা রাখা জরুরি।
🌤️ সামনের দিনগুলির সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গে স্থানীয় বজ্রগর্ভ মেঘ জমে মাঝে মাঝে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং স্থান বিশেষে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হতে পারে এছাড়াও আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গে তবে রাজ্যে আবহাওয়া মূলত গরম ও আর্দ্রই থাকবে।
👉 সারকথা, দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং স্থান বিশেষে ভারী বৃষ্টিপাত ও পরিলক্ষিত হতে পারে বরং আর্দ্রতা এবং তাপমাত্রার তারতম্যের কারণে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।
No comments:
Post a Comment