উত্তরবঙ্গে ফের বৃষ্টি ভ্রুকুটি জারি সতর্কতা - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, September 13, 2025

উত্তরবঙ্গে ফের বৃষ্টি ভ্রুকুটি জারি সতর্কতা


উত্তরবঙ্গে ফের বৃষ্টি ভ্রুকুটি জারি সতর্কতা

উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বিগত কয়েকদিন ধরে মনোরম পরিবেশ লক্ষ্য করা গিয়েছিলো। কিন্তু এই আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন করতে চলেছে আগামীকাল থেকে। আগামী ১৪ তারিখ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে।

আগামীকাল উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল গুলি বিশেষত দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্তভাবে স্থান বিশেষে ভারী বৃষ্টিপাত ঘটতে পারে। বিশেষত সিকিম লাগোয়া দার্জিলিং ও কালিংপং ভারী বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। ১৫ তারিখে উত্তরবঙ্গের সমস্ত পাহাড়ি অঞ্চল গুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সর্তকতা রয়েছে এবং বিকৃতভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল গুলি বিশেষত উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টিপাত ঘটতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল গুলিতে আগামী দুই দিন ভারী বৃষ্টির জেরে ভূমিধসের সম্ভাবনা থাকছে । পর্যটকদের উদ্দেশ্যে দাঁড়ানো যাচ্ছে যে আগামী দুই-তিন দিন উত্তরবঙ্গ ভ্রমণ থেকে বিরত থাকতে।

১৬ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হ্রাস ঘটলেও স্থান বিশেষে পাহাড়ি অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাত ঘটতে পারে। সার্বিকভাবে বলা যাচ্ছে ১৭ই সেপ্টেম্বর থেকে  উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা কমার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া উন্নতি ঘটবে।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......