দক্ষিণবঙ্গে অবশেষে মিলতে চলেছে বৃষ্টির স্বস্তি - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, September 14, 2025

দক্ষিণবঙ্গে অবশেষে মিলতে চলেছে বৃষ্টির স্বস্তি


দক্ষিণবঙ্গে অবশেষে মিলতে চলেছে বৃষ্টির স্বস্তি

দীর্ঘ ১-২ সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গে সেরকম কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিলোনা। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আকাশ আংশিক মেঘলা এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখা দিলেও গরমের থেকে রেহাই মিলছিলো না। এই গরম বাতাসে আর্দ্রতা জনিত কারণে আরো নাজেহাল করে দিয়েছিল দক্ষিণবঙ্গবাসীদের।
বিভিন্ন মডেল চিত্র বিশ্লেষণ করে দক্ষিণবঙ্গে তেমন কোন বৃষ্টি সম্ভাবনা না থাকলেও আজ দক্ষিণবঙ্গে বেশ কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা গেছে। অবশ্য দক্ষিণ কলকাতায় এই বৃষ্টির প্রভাব তেমন লক্ষ্য করা যায়নি। সাধারণত বজ্রগর্ভ মেঘের সঞ্চারের কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির মুখ দেখা গিয়েছে। বজ্রগর্ভ মেঘের কারণে স্থান বিশেষে ব্যাপক বজ্রপাত লক্ষ্য করা গেছে। উত্তর কলকাতায়, হাওড়া এবং দমদম অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টি লক্ষ্য করা গেছে। কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ ছাড়িয়েছে প্রায় ৫০ থেকে ৬০ মিলিমিটারের কাছাকাছি। আগামী ২-৩ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের কারনে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আবার রোদের দেখা না মিলতে পারে। সার্বিকভাবে বলা যায় দক্ষিণবঙ্গে জেলাগুলিতে অস্বস্তিকর গরম থেকে কিছুটা রেহাই মিলবে আগামী কয়েক দিন।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......