মাত্র ৬ ঘন্টার বৃষ্টি , তাতেই কলকাতা এখন ভেনিস - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, September 23, 2025

মাত্র ৬ ঘন্টার বৃষ্টি , তাতেই কলকাতা এখন ভেনিস



মাত্র ৬ ঘন্টার বৃষ্টি , তাতেই কলকাতা এখন ভেনিস

বিগত কয়েকদিন ধরে বৃষ্টিপাত ঘটলেও অস্বস্তিকর গরম লক্ষ্য করা গেছে কলকাতার সহ দক্ষিণবঙ্গ জুড়ে। বাতাসে জলীয় বাষ্পের সঞ্চারের কারণে ঘনীভূত কিউমুলোনিম্বাস মেঘ এই মেঘ থকেই ভারী বর্ষণ কলকাতায় লক্ষ্য করা গিয়েছে।

২৩ শে সেপ্টেম্বর দিনটি জলবিষুব অর্থাৎ আজ দিন ও রাত্রি সমান এই কথাটা মনে না থাকলেও কলকাতাবাসী আজকের দিনটা  হয়তো চিরস্মরণীয় হয়ে থাকবে। কলকাতায় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বৃষ্টিপাত ঘটেছে প্রায় ২০০ মিলিমিটারের ওপরে আবার কিছু কিছু স্থানে বৃষ্টিপাত ৩০০ মিলিমিটার এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী আলিপুরে বৃষ্টি ঘটেছে ২৫১ মিমি এবং সল্টলেক এ ২২৭ মিমি। দক্ষিণ কলকাতায় বেশি বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে, উত্তর কলকাতার তুলনায়।২০২০ সালে আমফানের সময়ও এত বৃষ্টি লক্ষ্য করা যায়নি যতটা গত ২৪ ঘন্টায় লক্ষ্য করা গেছে। কলকাতা শহরতলী ভেনিস হয়ে গিয়েছে।
 
এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে কলকাতায় একাধিক রাস্তা জলমগ্ন যার জেরে মানুষের তীব্র যানজটের শিকার হতে হচ্ছে। রাস্তায় বিভিন্ন স্থানে জমা জলের সাথে পড়ে রয়েছে ইলেকট্রনিক তার এর কারণে মৃত্যুও ঘটেছে কিছু মানুষের। মাত্র কিছু ঘন্টার বৃষ্টিতে স্তব্ধ কলকাতা। জমা জল সরতে এখনো  কিছু সময় লাগবে তাই মানুষজনদের  সচেতন থাকতে বলা হচ্ছে। আজ মধ্যরাত থেকেই আবহাওয়া উন্নতি ঘটতে শুরু করবে তবে চলতি সপ্তাহে ফের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......