পুজোর মধ্যেই ফের সাগরে ঘনীভূত নিম্নচাপ - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, September 24, 2025

পুজোর মধ্যেই ফের সাগরে ঘনীভূত নিম্নচাপ


পুজোর মধ্যেই ফের সাগরে ঘনীভূত নিম্নচাপ 

রাজ্যজুড়ে শরতের আকাশ আবার কখনো বিক্ষিপ্তভাবে বৃষ্টি তারই তারতম্যের মধ্যেই দুর্গাপুজো। অন্যান্য বছরে থেকে এই বছরে দুর্গাপুজো মাটি করে তুলতে পারে অশুর বৃষ্টি। রাজ্য থেকে এখনো পর্যন্ত বর্ষা প্রত্যাগমন না করায় বৃষ্টির সম্ভাবনা থাকছে পুজোর দিনগুলোতে।
এই বছরে দুর্গাপুজো অন্যান্য বছরের তুলনায় অনেক আগে হওয়য় মৌসুমী অক্ষরেখা এখনো সক্রিয়। এখনো পর্যন্ত মৌসুমীর অক্ষরেখা পুরোপুরি ভাবে দুর্বল হয়ে যায়নি তার প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। পুজোর মধ্যেই বঙ্গপোসাগরে তৈরি হতে চলেছে ফের এক নিম্নচাপ। সম্ভবত অষ্টমী কিংবা নবমীতে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। অবশ্য এই নিম্নচাপের প্রভাব পুজোর দিনগুলিতে পড়বে না। পুজোর দিনগুলোতে রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে স্থান বিশেষে। পূজোর শুরু দিনগুলো বৃষ্টিপাতের পরিমাণ কম থাকলেও, দশমী থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে পারে। নিম্নচাপটি উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। কিন্তু তার প্রভাব রাতে জুড়েও পড়তে চলেছে দশমীর পর থেকে। দশমীর পর লাগাতার দুই থেকে তিন দিন রাজ্য জুড়ে ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......