🌦️ মহাসপ্তমীর আবহাওয়া: বঙ্গে শরতের মেঘের খেলা 🌦️
দুর্গোৎসবের মহাসপ্তমী অর্থাৎ পুজোর দ্বিতীয় প্রধান দিন সকলেরই কোনো না কোনো ভাবে পুজোর প্ল্যান হয়ে থাকে কিন্তু এই পুজোর প্ল্যান এ বাধা হয়ে পড়ে আবহাওয়া।পুজোর আমেজে বৃষ্টি যেন মনের আনন্দে ভাঁটা না ফেলে, সেই আকাশের দিকে তাকিয়েই থাকে বাঙালি। এই মহাসপ্তমীতে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় দেখা মিলবে ভিন্ন রূপের। চলুন দেখে নেওয়া যাক উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে কিরকম আবহাওয়া পরিস্থিতি থাকতে চলেছে আগামীকাল...
👉 উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি 🌦️
উত্তরবঙ্গে আপাতত কোন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সমগ্র উত্তরবঙ্গ জুড়েই মনোরম পরিবেশ বিরাজ করবে তবে দু একটি স্থানে বিক্ষিপ্তভাবে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তার মাত্রা থাকবে অত্যন্তই কম। সমগ্র উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাবে ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা স্বাভাবিক তবে উত্তরবঙ্গের সমতল ভূমি অঞ্চল গুলিতে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও আর্দ্রতা জনিত অস্বস্তিকর পরিবেশ অব্যাহত থাকবে আগামী দিনে।
👉 দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিস্থিতি🌦️
দক্ষিণ বঙ্গে ও আগামী ২৪ ঘণ্টায় কোনরকম কোন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দু একটি স্থানে স্থানীয় বজ্রগর্ভ মেঘের সঞ্চারের কারণে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তার স্থায়িত্ব থাকবে অত্যন্তই কম। ফলে পুজোর দ্বিতীয় দিনে আবহাওয়া সংক্রান্ত কোনো রকম কোনো বাধা পরিলক্ষিত হবে না দক্ষিণবঙ্গ জুড়ে আপনারা সকলে সপ্তমীর দিন একটি খুব সুন্দর মনোরম পরিবেশ পাবেন পুজো মণ্ডপ পরিদর্শনের জন্য। তবে বৃষ্টিপাত নিয়ে চিন্তা কম থাকলেও তাপমাত্রা ঘোরাফেরা করবে সর্বনিম্ন ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি যা স্বাভাবিক হলেও আর্দ্রতা জনিত অস্বস্তিকর পরিবেশ অব্যাহত থাকবে আগামী দিনে।
সব মিলিয়ে মহাসপ্তমীর আবহাওয়া হবে মনোরম প্রকৃতির উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের প্যান্ডেল হপিং তেমন ব্যাহত হবে না আবহাওয়া জনিত কারণে। সামান্য ছাতা হাতে থাকলেই উৎসবের আনন্দে কোনো ভাঁটা পড়বে না।

No comments:
Post a Comment