শারদোৎসবে মহাঅষ্টমী দিনে আকাশে শরতের মেঘ, কেমন কাটতে চলেছে অষ্টমী চলুন দেখে নেওয়া যাক... - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, September 29, 2025

শারদোৎসবে মহাঅষ্টমী দিনে আকাশে শরতের মেঘ, কেমন কাটতে চলেছে অষ্টমী চলুন দেখে নেওয়া যাক...

🌤️মহা অষ্টমীর আবহাওয়া: বঙ্গে রোদ-বৃষ্টি ও শারদ হাওয়ার মেলবন্ধন🌦️

শারদীয় দুর্গাপূজা মানেই বাঙালির হৃদয়ে এক বিশেষ আবেগ। সেই আবেগের সাথেই জড়িয়ে থাকে আবহাওয়ার রূপ বদলের খেলা। মহা অষ্টমীর দিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে উৎসুক প্রত্যেকেই। চলুন জেনে নেওয়া যাক কেমন থাকতে পারে এই বিশেষ দিনের আবহাওয়ার ছবি।

👉উত্তরবঙ্গের আবহাওয়া🌤️
উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে প্রথমেই জানিয়ে রাখি উত্তরবঙ্গে অষ্টমীর দিন কোনরকম কোন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকবে সুন্দর শরতের আবহাওয়া উপভোগ করার আদর্শ সময় হিসেবে বিবেচিত হবে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল সহ সমতল ভূমি অঞ্চল গলিত বিশেষভাবে বৃষ্টিপাতের কোন লক্ষণই নেই তবে দু একটি স্থানে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তা হবে অত্যন্তই কম পরিমাণে। সব মিলিয়ে বলা যেতে পারে উত্তরবঙ্গে পুজো উপভোগ করার অনুকূল পরিবেশ থাকতে চলেছে আগামী দিনে। তবে সমতল ভূমি অঞ্চল গুলিতে আর্দ্রতা জনিত অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত থাকবে। তাপমাত্রা ঘোরাফেরা করবে সর্বোচ্চ ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলস শেষ এবং সর্বনিম্ন ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

👉দক্ষিণবঙ্গের আবহাওয়া🌤️
অষ্টমীর দিন দক্ষিণবঙ্গে কোনো রকম কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পুজো উপভোগ করার আদর্শ আবহাওয়া বিরাজ করবে সর্বত্র। সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাবে ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাবে ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা স্বাভাবিক তবে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও আর্দ্রতা জনিত অস্বস্তিকর আবহাওয়া পরিস্থিতি পরিলক্ষিত হবে সর্বত্র। স্থানীয় বজ্রগর্ভ মেঘের সঞ্চারের ফলে দু একটি স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত পরিলক্ষিত হতে পারে তবে তার পরিমাণ থাকবে অত্যন্তই কম। প্যান্ডেল হপিং এর জন্য একটি আদর্শ নিয়ে দিন হিসেবে আপনারা ধরে নিতে পারেন অষ্টমীর দিনটিকে।

                     অষ্টমীর দিন সার্বিকভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে মনোরম আবহাওয়ার মিশ্রণ। কোথাও মেঘলা আকাশ ও বৃষ্টির ছোঁয়া, তো কোথাও রোদের ঝলক—সব মিলিয়ে পুজোর আনন্দে ভাটা পড়ার কোনো সম্ভাবনা নেই। তাই নির্ভয়ে নতুন পোশাক পরে বেরিয়ে পড়ুন, হাতে রাখুন ছাতা, আর উপভোগ করুন মহা অষ্টমীর রঙিন উৎসব।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......