মহালয়ার সময়ে দুর্যোগের দ্রুকুটি কতটা সত্যি? - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, September 04, 2025

মহালয়ার সময়ে দুর্যোগের দ্রুকুটি কতটা সত্যি?


আগামী এক সপ্তাহ ধরে মৌসুমী অক্ষরেখা সক্রিয় না থাকার কারণে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই হ্রাস পেয়েছে রাজ্য জুড়ে। কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল গুলিতে। বৃষ্টিপাতের পরিমাণ এখন কম থাকলেও পুজোর সময় কিন্তু বৃষ্টির ভ্রুকুটি দেখা দিতে পারে। 
এই মাসের ২১ তারিখ অর্থাৎ মহালয়া থেকেই বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজ্যজুড়ে। এই সময় বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে‌। নিম্নচাপের কারনে মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হয়ে উঠতে পারে যার কারনে মহালয়া থেকেই দুর্যোগ দেখা দিতে পারে বিভিন্ন স্থানে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি সবচেয়ে বেশি প্রভাব পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলে পড়তে চলেছে। তাই একেবারে বলা যায় না এই রাজ্যে ও হে প্রভাব পড়বে না। অন্যান্য বছর থেকে এ বছরে সেপ্টেম্বরে পূজা পড়ায় শরতের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মাঝে বৃষ্টির আশংকা থাকছে। সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকলেও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে। শুধু মহালয়ায় নয় পুজোর সময়ও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই বছর।

No comments:

Post a Comment