বৃষ্টির প্রকোপ বাড়তে চলেছে উত্তরে - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, September 08, 2025

বৃষ্টির প্রকোপ বাড়তে চলেছে উত্তরে

বৃষ্টির প্রকোপ বাড়তে চলেছে উত্তরবঙ্গে 
মৌসুমী অক্ষরেখা দুর্বল হওয়ার কারণে রাজ্যজুড়ে বৃষ্টির প্রকোপ অনেকটাই হ্রাস পেয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তবে উত্তরবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি দেখা দিতে চলেছে। 
উত্তরবঙ্গের পরিবেশ মনোরম থাকবে, আকাশ আংশিক মেঘলা থাকবে।আগামীকাল অর্থাৎ ৯ তারিখ থেকে উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। উত্তরের পাহাড়ি অঞ্চলগুলিতে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১০ ও ১১ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ আরো কিছুটা বৃদ্ধি পাবে, উত্তরবঙ্গের পাহাড়ি ও সমভূমি অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির ঘটলেও কোনো রকম দুর্যোগের আশঙ্কা থাকছে না। তবে পর্যটনদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে বৃষ্টিপাত হওয়ার কারণে সাবধানতা অবলম্বন করাটা জরুরী। আগামী এক সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে । তবে মডেল ভিত্তিক লং রেঞ্জ প্রেডিকশনে দেখা যাচ্ছে যে আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......