বর্ষা বিদায়ের সুর উত্তরবঙ্গে শুরু শীতের আমেজ, মনোরম প্রকৃতির আহ্বান পর্যটকদের উদ্দেশ্যে... - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, October 10, 2025

বর্ষা বিদায়ের সুর উত্তরবঙ্গে শুরু শীতের আমেজ, মনোরম প্রকৃতির আহ্বান পর্যটকদের উদ্দেশ্যে...

🌤️বর্ষা বিদায়ের সুরে উত্তরবঙ্গে শুরু শীতের আমেজ — মনোরম প্রকৃতি ডাকছে পর্যটকদের🌿

আবহাওয়ার এক ভয়ংকর সত্য দেখার পর পাহাড় এখন মোটামুটি ভাবে সুস্থ, আপাতত তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হলেও উত্তরবঙ্গের আকাশে এখন ধীরে ধীরে বিদায় নিচ্ছে বর্ষার শেষ সুর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যেই বর্ষা প্রধানত বিদায় নেবে এই অঞ্চলে। দীর্ঘ সময়ের টানা বৃষ্টিপাতের পর প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। আকাশে দেখা দিচ্ছে সোনালি রোদ, চারিদিকে ছড়িয়ে পড়ছে তাজা সবুজের শোভা। পাহাড়, নদী আর চা-বাগানের দেশ উত্তরবঙ্গ এখন হয়ে উঠছে পর্যটকদের জন্য এক আদর্শ গন্তব্য।

দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স বা লাটাগুড়ি— প্রতিটি জায়গাতেই বর্ষার শেষ পর্বের পর আবহাওয়া হয়ে উঠছে শীতল ও আরামদায়ক। ভোরবেলা-বিকেলের হালকা ঠান্ডা হাওয়া, রোদেলা দুপুর আর মেঘ-ছায়ার খেলা যেন এক অপূর্ব মেলবন্ধন ঘটাচ্ছে প্রকৃতির সঙ্গে। দার্জিলিং-এর টয় ট্রেনের পাশ দিয়ে মেঘের ভেলা ভেসে যাচ্ছে, আর দূরে কাঞ্চনজঙ্ঘা ধীরে ধীরে উন্মোচন করছে তার শুভ্র রূপ— এমন দৃশ্য উপভোগ করার এর চেয়ে উপযুক্ত সময় আর হয় না।

ডুয়ার্স অঞ্চলেও এখন চা-বাগান ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য রঙিন আলোয় ঝলমল করছে। গরুমারা, জলদাপাড়া বা বক্সা জাতীয় অভয়ারণ্যে ভ্রমণের জন্য এই সময় একেবারে নিখুঁত। বর্ষা শেষে নদীগুলি শান্ত ও স্বচ্ছ, জঙ্গলের রাস্তায় হালকা কুয়াশা আর পাখিদের ডাক যেন বাড়িয়ে দেয় পরিবেশের মায়া। যারা প্রকৃতির কোলে শান্তি খুঁজতে চান, তাদের জন্য এটি এক আদর্শ ঋতু।
                 বর্ষা বিদায় মানেই উত্তরবঙ্গে পর্যটনের নতুন অধ্যায়ের সূচনা। তাই যারা এখনো ভাবনা চিন্তা করেননি, তারা এখনই পরিকল্পনা করে নিতে পারেন। প্রকৃতি, পাহাড় আর মানুষের উষ্ণ আতিথেয়তা মিলে উত্তরবঙ্গ এখন পর্যটকদের আহ্বান জানাচ্ছে—
“চলুন, শুরুর শীতের আমেজে উত্তরবঙ্গকে নতুন করে দেখি!”

No comments:

Post a Comment