Weather of west bengal
Thursday, October 09, 2025
বিদায় নেবে বর্ষা। শুরু হবে নতুন ঋতু হেমন্ত। সকালে গরম রাতে ঠাণ্ডার আমেজ শুরু বঙ্গে।।
নিজস্ব সংবাদদাতা: আগামী ৭২ ঘন্টা পরেই দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিতে চলেছে এ বছরের মত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের সঙ্গে সঙ্গেই শুরু হবে বাংলায় নতুন ঋতু যার নাম হেমন্ত। এই হেমন্ত হলো একটি ট্রাঞ্জেকশন ঋতু অর্থাৎ পরিবর্তনশীল সময়। যেখানে গরমকাল ও শীতকালের সমন্বয় ঘটে। দিনের বেলায় কিছুটা গরম অনুভব হয় বিশেষত দুপুরের দিকে দিনে চলে মৃদুমন্দ উত্তরে বাতাস এবং সূর্যাস্তের পর বাড়তে শুরু করে ধীরে ধীরে ঠাণ্ডা। মধ্যরাতের পর বেশ ঠাণ্ডা ঠাণ্ডা অনুভব হয়। এবং ভোরবেলায় গিয়ে ঠাণ্ডার অনুভূতি চরমে পৌঁছে যায়। যার জন্য ভোরবেলায় ও সন্ধ্যার দিকে হালকা হালকা কুয়াশা বা মিস্ট তৈরি হয়। ভোররাতে শিশির পড়ে। এই সময়ে দিন ও রাতের দিকে প্রসর সবচেয়ে বেশি থাকে। এই তাপমাত্রার তারতম্যের কারণে সর্দিকাশি ও ঠাণ্ডাগরম জনিত রোগের প্রকোপ বাড়তে থাকে। এই সময়ে তাই সাবধানতা নেওয়া প্রয়োজন। ঋতু পরিবর্তনের কারণে বাতাসে জলীয় বাষ্প ও ধূলিকণার পরিমাণ বেশি থাকার জন্য এই সময়ে সূর্যকে ঘোলা দেখায়।। তবে যেহেতু লানিনা পরিস্থিতি বিরাজ করছে তাই হেমন্তের প্রাথমিক পর্যায়ে আকাশ কিছু কিছু সময় মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে সাগরে নিম্নচাপের প্রভাবে যার জন্য কিছু কিছু সময় শর্ট পিরিয়ডে মেঘলা আকাশ ও বৃষ্টির দেখা মিলতে পারে। মেঘাচ্ছন্ন আকাশ রাতের তাপমাত্রাকে বাড়িয়ে তুলতে পারে। বিশেষত দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় এই মেঘাচ্ছন্নতা ও বৃষ্টির দেখা মিলতে পারে। আপাতত ১২ই অক্টোবরের পর থেকে উত্তরবঙ্গে হেমন্তকাল শুরু হবে এবং ১৪ই অক্টোবরের পর থেকে দক্ষিণবঙ্গে হেমন্তকাল শুরু হবে।
No comments:
Post a Comment