শীতে কাঠে কড়াবেক জাড়ে হবে পুরুলিয়া। ভীষণ শৈত্যপ্রবাহ ও ভূমি তুষারের সম্ভাবনা পুরুলিয়ায়।। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, October 07, 2025

শীতে কাঠে কড়াবেক জাড়ে হবে পুরুলিয়া। ভীষণ শৈত্যপ্রবাহ ও ভূমি তুষারের সম্ভাবনা পুরুলিয়ায়।।

নিজস্ব সংবাদদাতা: লানিনার প্রভাবে ভীষণ শীতের সম্ভাবনা সমস্ত পুরুলিয়া জেলায়। কি এই লানিনা জেনে নেওয়া যাক। এই লানিনা ভারত মহাসাগরের ঘটনা নয় সূদূর প্রশান্ত মহাসাগরের বিপরীত দুই প্রান্তে সমুদ্র জলতল তাপমাত্রার তারতম্যের কারণে লানিনা হয়ে থাকে। লানিনার ক্ষেত্রে পশ্চিম প্রশান্ত মহাসাগরের জলতল তাপমাত্রা অন্যান্য বছরের তুলনায় বেশি থাকে। এবং পূর্ব প্রশান্ত মহাসাগরের সমুদ্র জলতল তাপমাত্রা তুলনামূলক কম থাকে। এই পশ্চিম প্রশান্ত মহাসাগরের সমুদ্র জলতল তাপমাত্রা বেশি হবার কারণে ভারতের উপর তীব্র বায়ুর চাপের তারতম্য ঘটে। যার জন্য ভীষণ বেগে উত্তর পশ্চিমা শীতল বাতাস গাঙ্গেয় সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের উপর আসে। যার জন্য লা নিনা থাকাকালীন দারুন ঠাণ্ডা পড়ে অন্যান্য বছরের তুলনায়। এর পাশাপাশি ইন্ডিয়ান ওশেন ডাইপোল বর্তমানে ঋনাত্মক রয়েছে অর্থাৎ পূর্ব ভারত মহাসাগর ও তৎসংলগ্ন এলাকার তাপমাত্রা বেশি রয়েছে।‌ সামগ্রিক ভাবে এই ঋণাত্মক আই ও ডি ও লানিনার জোড়া ফলায় উত্তর পশ্চিম ভারত ও এশিয়ার উত্তরাংশের উচ্চচাপ অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি সক্রিয় হয়ে উঠবে। যার জন্য ভীষণ ঠাণ্ডা রাজস্থান, জন্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড , উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গে পড়বে।। শীতকালে পুরুলিয়া হলো দক্ষিণবঙ্গের মানালি। পুরুলিয়ার পাহাড়ী এলাকায় প্রচুর মানুষ ঘুরতে যায় শীতকালে। এবছর পুরুলিয়া শীতে একেবারে কাঠে কড়াবেক জাড়ে হতে চলেছে। অন্যান্য বছরের তুলনায় ২০২৫-২৬ সালের শীতে ভীষণ ঠাণ্ডা অনুভব হবে। কোথাও কোথাও ৪-৬°সে পর্যন্ত নেমে যেতে পারে। শীতের বেশিরভাগ সময় হাড়কাঁপানো ঠাণ্ডা অনুভব হবে পুরুলিয়া জেলায়। দেখা যাবে তীব্র শৈত্যপ্রবাহ। পুরুলিয়ার পাহাড়ি অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহের সময় ভূমি তুষার দেখা গেলেও যেতে পারে।।
#Weatherofwestbengal

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......