কালীপুজোর সময় বৃষ্টির সম্ভাবনা ছাদে ইলেকট্রনিক আলো লাগানোর ক্ষেত্রে নিন সাবধানতা। - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, October 08, 2025

কালীপুজোর সময় বৃষ্টির সম্ভাবনা ছাদে ইলেকট্রনিক আলো লাগানোর ক্ষেত্রে নিন সাবধানতা।

নিজস্ব সংবাদদাতা: কালীপুজোর সময় বৃষ্টির সম্ভাবনা একটা তৈরি হচ্ছে। এবিষয়ে ধারণা একেবারে প্রাথমিক। বর্ষার মরশুম শেষ হতে চললেও বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী ৩ থেকে ৪ দিন। এরপর সমগ্র পশ্চিমবঙ্গে বর্ষা বিদায় নিয়ে নেবে। কিন্তু এই বর্ষা বিদায়ের পর কিছু কিছু বৃষ্টির সম্ভাবনা থেকে যায় ক্রান্তীয় বৃষ্টিবলয় থেকে। সেরকমই একটি বৃষ্টি বলয়ের প্রভাবে কালীপুজোর প্রাক্কালে একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষত ১৯ থেকে ২৫ শে অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে যার প্রভাবে একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা তৈরি হবে এর প্রভাবে কালীপুজো থেকে ভাতৃ দ্বিতীয়ার মধ্যে বৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে। আপাতত এটি একটি প্রাথমিক বিশ্লেষণ। আমরা নজর রাখছি এবিষয়ে। বর্তমানে সাইনআপটিক পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে আরব সাগরের ওপর থাকা ঘূর্ণিঝড় শক্তি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এটির কোন প্রভাব ভারতের মূল ভূখণ্ডে পড়বে না অন্যদিকে বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই ঘূর্ণাবর্তটির প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও বজ্র ঝঞ্ঝার সম্ভাবনা থাকছে আগামী আটচল্লিশ ঘন্টা পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে মৌসুমী বায়ু বিদায় নেয়ার প্রক্রিয়া, ধীরে ধীরে শুরু হবে এবং পাঁচ দিনের মধ্যে উত্তরবঙ্গ থেকে মৌসুমী বায়ু বিদায় নেবে এবং ৭ দিনের মধ্যে দক্ষিণবঙ্গ থেকে মৌসুমী বায়ু বিদায় নেবে। এই মৌসুমী বায়ু বিদায়ের পর বেশ কিছুদিন দক্ষিণবঙ্গে রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে তবে 19 তারিখের পর থেকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা কালীপুজোর সময় কিছুটা চিন্তার ছাপ রাখছে।
বর্তমান আউটগোয়িং লং ওয়েভ রেডিয়েশন ম্যাপ অনুযায়ী দেখা যাচ্ছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার ও ছত্তিশগড়ের কিছু কিছু অঞ্চল থেকে বর্ষা বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। ১০ থেকে ১৫ই অক্টোবরের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি হবে।
Weather of west bengal

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......