দক্ষিণবঙ্গ জুড়ে চলবে শীতের ইনিংস
দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলছে শীতের দুর্দান্ত ইনিংস। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায়ও এইভাবে শীতের দাপট লক্ষ্য করা যাবে বিভিন্ন অংশে। বর্ষবরণের দিনেও থাকছে শীতের দাপট।
বিগত বেশ কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে প্রায় ১২° সেলসিয়াসের কাছাকাছি। বিশেষত পশ্চিমের কিছু কিছু জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০° নিজে লক্ষ্য করা গিয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা কিছু বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাবে প্রায় ১৩°সেলসিয়াসের কাছাকাছি। ঠান্ডার দিক থেকে পিছিয়ে নেই পশ্চিমের জেলাগুলি আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় পশ্চিমের জেলা গুলোতেও তাপমাত্রা লক্ষ্য করা যাবে প্রায় ১০°-১২° সেলসিয়াস। দক্ষিণবঙ্গ জুড়ে ঘন কুয়াশার দাপট কিছুটা হলেও হ্রাস ঘটবে তবে সকালে হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে বিভিন্ন অংশে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাতাসে আপেক্ষিক আদ্রতা বেশি থাকবে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শীতের দাপট আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

No comments:
Post a Comment