নতুন বছরে কেমন থাকতে চলেছে উত্তরবঙ্গের আবহাওয়া ?
বছরের শেষে শীত দিচ্ছে উত্তরবঙ্গে ভ্রমণকারী পর্যটকদের উপহার। বছরের শেষে ও নতুন বছরের শুরুতে পর্যটকদের ভিড়ের মাঝে একটি বাড়তি পাওনা হয়ে উঠেছে শীত। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল সহ সমভূমি অঞ্চলে জাকিয়ে শীত লক্ষ্য করা যাবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায়।
উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাবে ১০° সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া পর্যটকদের মূল ভ্রমণের কেন্দ্র দার্জিলিং এ সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছাবে ৫° সেলসিয়াসের নীচে। এই মুহূর্তে বরফপাতার সম্ভাবনা না থাকলেও সান্দাকফুতে জানুয়ারি মাসে বরফ পাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল গুলিতে ও সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাবে প্রায় ১০°-১২° সেলসিয়াসের কাছাকাছি। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের বিভিন্ন অংশে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যেতে পারে যার কারণে সকালে দৃশ্যমানতা কম থাকতে পারে। তবে পর্যটকদের ভ্রমণের জন্য মনোরম আবহাওয়া বিরাজ করবে এবং বেলা বাড়তেই রৌদ্রজ্জ্বল পরিবেশ থাকবে।

No comments:
Post a Comment