কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত খুবই কম হওয়ায়, বৃষ্টিপাতের ঘাটতি পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
এই পরিস্থিতি থেকে মুক্তির সম্ভাবনা কবে ?
Weather of West Bengal এর তরফ থেকে জানানো হচ্ছে যে, আগামী রবিবার এর পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাবে।
কারন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা পরবর্তী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা।
সমস্ত আবহাওয়া পরিস্থিতি অনুকূল থাকার কারণে, নিম্নচাপ আগামী সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়ে, উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।
এর প্রভাবে রবিবার রাতের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
নিম্নচাপের প্রভাবে, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে।
Weather of West Bengal এর তরফে জানানো হচ্ছে যে, নিম্নচাপটি আগামী সপ্তাহের শেষের দিকে মধ্য ভারতের দিকে সরে যাওয়ার কারণে মধ্য ভারতের রাজ্য গুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হবার সম্ভাবনা থাকছে।
তবে Weather of West Bengal এর তরফে আগেই বর্ষার পূর্বাভাসে জানানো হয়েছিল, জুন মাসে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কম হবে।
পূর্বাভাস মতো তেমনই হয়েছে। পূর্বাভাস মতো জুলাই মাসে ভালো রকম বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে, নিম্নচাপ সরে যাবার পরও দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে ভালো রকম বৃষ্টিপাত হবে বলে আশা করা যায়।
By P.ghosh
Update: 01:00PM IST
28/06/2019
No comments:
Post a Comment