আমি ২৪ থেকে ৪৮ ঘন্টা এবং ৭২ ঘন্টা তে কলকাতাসহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা।কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের জেলাগুলোতে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কমে যাবে। তার সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে। বিশেষত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা বেশি।
© ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর ফেসবুক পেজে যেতে ক্লিক করুন।
আগামী শনিবার এবং রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলাগুলোতে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার কলকাতার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৯ ডিগ্রী সেলসিয়াস এর আশপাশে চলে যেতে পারে।
© ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর ফেসবুক পেজে যেতে ক্লিক করুন।
সব থেকে বেশি তাপমাত্রা থাকবে আগামী রবিবার। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা।
সেক্ষেত্রে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও তাপমাত্রা ৪২° সেলসিয়াস থেকে ৪৩° সেলসিয়াস এর আশপাশে চলে যেতে পারে।
কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে, বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি চরম হবে। এর ফলে শহরবাসীকে চরম ঘর্মাক্ত এবং উষ্ণ আবহাওয়ার মধ্যে কাটাতে হতে পারে। এই দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকায় স্বস্তির কোনো সম্ভাবনা থাকছে না।
উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রতিদিনই প্রায় কমবেশি বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি পেতে পারবে না।
© ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর ফেসবুক পেজে যেতে ক্লিক করুন।
তবে আগামী মঙ্গলবার এবং বুধবারের পর থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে থাকবে।
আগামী ১৯ শে জুন বা ২০ ই জুন এর সময় থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমশ বৃদ্ধি পাবে। কারণ আগামী সপ্তাহের শেষের দিকে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। সেই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষা আসার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। অপরদিকে আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় বায়ুর প্রভাব মুক্ত হয়ে, ধীরে ধীরে মৌসুমী বায়ু অগ্রসর করতে সক্ষম হবে।
© ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর ফেসবুক পেজে যেতে ক্লিক করুন।
তাই এখন বৃষ্টির জন্য আগামী সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতেই হবে দক্ষিণবঙ্গ বাসীকে।
⭐ তবে আজ শুক্রবার, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি সম্ভাবনা থাকছে।
By P.ghosh
Update: 11:45 am IST
14/06/2019
No comments:
Post a Comment