এবছর বাগদেবীর আরাধনার সময় ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে রাজ্যে ও বাংলাদেশে।
বাগদেবীর আরাধনার পাশাপাশি ওই সময় সাজতে ও ঘুরতে ভালোবাসে আমবাঙালি। ক্লাবে ও স্কুলে চলে আরাধনা ও তার প্রস্তুতি । থাকে নানা রকম সংস্কৃতিক অনুষ্ঠান ও তার আয়োজন। কিন্তু এই বাঙালির অনাবিল আনন্দের উৎসবে বৃষ্টির সম্ভাবনা সত্যিই খুব চিন্তার বিষয়। উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমীঝঞ্ঝা আঘাত হানতে পারে ২৭-২৯ তারিখের মধ্যে। এর প্রভাবে ওই সময় উত্তর পশ্চিম ভারতে একটি ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা তৈরি হতে পারে। এই ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা পূবালী বাতাসকে নিজের দিকে টেনে নিয়ে আসবে। মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি শক্তিশালী বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে ২৮-৩০ তারিখের মধ্যে। বিপরীত ঘূর্ণাবর্তটি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগের দিকে ঠেলে দেবে এবং এই প্রতীপ ঘূর্ণাবর্তটি যথেষ্ট শক্তিশালী হতে পারে। এই দুয়ের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ , ওড়িশা ও ঝাড়খন্ডে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বিক্ষিপ্ত থেকে বিস্তৃত বৃষ্টি / বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপকূলীয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশে। ঝাড়খণ্ড, ওড়িশাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে ২৯-৩১ তারিখের মধ্যে। বাংলাদেশের খুলনা, বরিশাল, সহ মধ্য ও দক্ষিণাঞ্চলে বৃষ্টি হতে পারে।
উত্তর পশ্চিম ভারতে পশ্চিমীঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর পশ্চিম ভারতে ২৭-৩০ তারিখের আশেপাশে বৃষ্টি ও তুষারপাত হতে পারে। এর প্রভাবে উত্তরে বাতাসের গতি আবারো আটকে যেতে পারে ওই সময়। এর পাশাপাশি মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী উচ্চচাপ বলয় তৈরি হবে ২৮/২৯ তারিখের আশেপাশে এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে জলীয় বাষ্পের যোগান ক্রমশ বাড়়বে। এই পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত সরে এলে ৩০ তারিখের আশেপাশে উত্তর পশ্চিমা বাতাস ও আদ্র বাতাসের সম্মিলনে একটি সম্মিলন অঞ্চল তৈরি হবে। এই সমস্ত সিস্টেম গুলির প্রভাবেই মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে সরস্বতী পূজায়। তবে এই পূর্বাভাস একটি প্রাথমিক পূর্বাভাস। আমরা জানি সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন হয়। তাই পরিস্থিতি পরিবর্তন হলে আমরা অবশ্যই জানিয়ে দেওয়া হবে। সকল বিদ্যালয় ও সংস্কৃতিক উদ্যোক্তাদের সুুবিধার জন্য এই পূর্বাভাসটি দেওয়া হল খুুব আগে। আগামী ২৪-২৭তারিখের মধ্যে জাঁকিয়ে ঠান্ডা থাকবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পারদ কিছুুটা বাড়়তে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় আবহাওয়া পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও কুয়াশা বা হেজ হতে পারে। ২৫ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত আকাশ প্রধানত পরিষ্কার থাকবে শীতলতা অনুভুুুত হবে। ২৩ তারিখ নাগাদ কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা হতে পারে। কুয়াশা হতে পারে সকালের দিকে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২-১৫° সে আশেপাশে আগামী ৪৮ ঘণটায়।
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
তারিখ: ২১.১.২০২০
সময়: সন্ধ্যা ৭.৪৫ মিনিট।
No comments:
Post a Comment