প্রায় বেশিরভাগ আনন্দ উৎসবে এবারে কোনো না কোনো ভাবে বাধ সেধেছে বৃষ্টি। ফেব্রুয়ারির ৭-৮ তারিখ ছিল আকাশের মুখভার সাথে ছিল বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি। বেড়েছিল সর্বোনিম্ন তাপমাত্রা। যদিও ছদ্মশীতে কাবু করেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীদের । ৯ তারিখ থেকে ফের নামছে তাপমাত্রা। জাঁকিয়ে শীত রাজ্যজুড়ে। ৪৮ ঘণ্টা আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত থাকবে। সাথে পরিষ্কার বৃষ্টিহীন আবহাওয়া। একটি পশ্চিমী ঝঞ্ঝা ১২/১৩ তারিখ নাগাদ উত্তর পশ্চিম ভারতে আসবে। সাথে ১৪ তারিখ নাগাদ একটি উচ্চচাপ বলয় তৈরি হবে বঙ্গোপোসাগরে। এই দুয়ের প্রভাবে ১৩ তারিখ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। ১৪ তারিখ মনোরম ও রৌদ্রজ্জ্বল পরিবেশ থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সর্বোনিম্ন উষ্ণতাথাকবে১৪-১৫°সে
অর্থাৎ মনোরম বাসন্তিক নাতিশীতোষ্ণ পরিবেশ। আকাশ পরিষ্কার থাকায় দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে আগামী ৪৮ ঘণ্টা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১-১৩° সে আশেপাশে। ১৫ তারিখ থেকে কিছুটা তাপমাত্রা নামতে পারে তবে ১৮ তারিখ থেকে তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করবে। ২০-২৩ তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশ আবার কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। সাধারণত আংশিক থেকে কোনো কোনো স্থানে কোনো কোনো সময় প্রধানত মেঘলা হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টি বা বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হতে পারে কোথাও কোথাও কয়েকদফা।
১৪ তারিখ নাগাদ পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসায় ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের সিকিম সংলগ্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন কিছুুটা থাকবে। ১৫-১৮ তারিখের মধ্যে উত্তরবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আগামী ৮ দিনে নেই। দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত ১৪ তারিখ নাগাদ উত্তর ভারতের উপর অবস্থিত। একটি অক্ষরেখা হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থিত। একটি উচ্চ্চাপ বলয় বঙ্গোপোসাগরে তৈরি হয়েছে। এর প্রভাবে দখিনা বাতাস প্রবেশ করবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। তাই বাড়়বে ক্রমশ উষ্ণতা ঝঞ্ঝা ও এর প্রভাবে ১৩ তারিখ থেকে। ১৪ তারিখ মনোরম ও রৌদ্রজ্জ্বল পরিবেশ থাকবে যা ভ্যালেন্টাইন ডের সেরা উপহার।
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল
তারিখ: ১১.২.২০
সময় -রাত : ১২ টা ৫ মিনিট ।
No comments:
Post a Comment