জাঁকিয়ে শীত সরিয়ে ভালোবাসার দিনে প্রকৃতিও সাজবে এক নতুন সাজে। শীতের বৈধব্য বেশ সরিয়ে রৌদ্রজ্জ্বল বাসন্তিক পরিবেশ আসছে ১৪ ফেব্রুয়ারি থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। ১৪ তারিখের পর থেকে আর জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম।
মনের মানুষের সাথে আলাপচারিতার এক সুন্দর মুহূর্তের পাকাপাকি বাসন্তিক পরিবেশ সব মিলিয়ে এক রোম্যান্টিক রৌদ্রজ্জ্বল মনোরম পরিবেশের সাক্ষী থাকবে এবছর ১৪ ফেব্রুয়ারি। বিগত কয়েকদিন ধরে ঠাণ্ডার পর ৪৮ -৭২ ঘণ্টায় সর্বোনিম্ন উষ্ণতা বৃদ্ধি পেতে থাকবে ধীরে ধীরে। ১৪ তারিখ নাগাদ কলকাতার সর্বোনিম্ন তাপমাত্রা থাকবে ১৪-১৬° সেলসিয়াসের আশেপাশে। আকাশ থাকবে প্রধানত পরিষ্কার এবং বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমীঝঞ্ঝা রয়েছে। আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি
পশ্চিমীঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে আসছে। এর প্রভাবে গতিরোধ হবে উত্তরে বাতাসের। এর পাশাপাশি একটি উচ্চচাপ বলয়ের প্রভাবে জলীয় দখিনা উষ্ণ বাতাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গে
প্রবেশ করবে। সব মিলিয়ে এটাই এবছরের মতো জাঁকিয়ে ঠান্ডা বিদায় পর্ব । ১৮-২০ তারিখের আশেপাশে সর্বোনিম্ন তাপমাত্রা ১৭-১৯° সে আশেপাশে চলে যেতে পারে। দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আগামী ৫ দিনে।
বর্তমানে একটি পশ্চিমীঝঞ্ঝা রয়েছে জনমু ও সংলগ্ন কাশ্মীরের উপর। আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে আরও একটি পশ্চিমীঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে আসতে চলেছে। এর প্রভাবে উত্তর পশ্চিম ভারতে তুুষারপাত ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ -৭২ ঘণ্টার মধ্যে পার্বত্য অঞ্চলে। ১৪-১৮ তারিখের মধ্যে উত্তরবঙ্গের সিকিম সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত তুুষারপাত ও বৃষ্টি হতে পারে মেঘাচ্ছন্ন হতে পারে আকাশ। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা নেই আগামী ৫ দিনে ।
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল
তারিখ: ১১.২.২০
সময়: রাত ১০ টা ৫০ মিনিট।
No comments:
Post a Comment