মেঘলা আকাশ ও হালকা থেকে কখনো কখনো কোথাও কোথাও মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি নাজেহাল করে দিচ্ছে দক্ষিণবঙ্গ বাসীদের। কলকাতেও হচ্ছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি। চিরাচরিত বসন্তের চিত্রের বদলে বঙ্গে যেন হাজির বর্ষা। ফেসবুক ও ইণ্টারনেট জগতে এমন আবহাওয়া পরিবর্তনকে নিয়ে তো রীতিমতো ট্রোল হচ্ছে। বারে বারে আবহাওয়াবিদদের পড়তে হচ্ছে প্রশ্নের মুখে। কেন এমন শীতকালে বা ভরাবসন্তে বৃষ্টি ?? এই বৃষ্টির পিছনে লুকিয়ে থাকে মুলত বেশ কিছু কারণ। মুলত পশ্চিমীঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত , কখনো পূবালী বাতাস ও পশ্চিমা বাতাসের সংঘর্ষে তৈরি হয়া সম্মিলন অঞ্চল , কখনো উচ্চ্চাপ বলয়ের প্রভাবে শীতকালে বৃষ্টি হয়ে থাকে। বিগত বৃষ্টি গুলির পিছনেও দায়ী এই সমস্ত কারণ। উত্তর পশ্চিম ভারতে একটা পশ্চিমীঝঞ্ঝা কিভাবে বড়ো একটা অঞ্চলকে প্রভাবিত করে ?? পশ্চিমীঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে থাকলেও এর প্রভাবে তৈরী হয়া ঘূর্ণাবর্ত ও অক্ষরেখাই মুলত বৃষ্টি ঘটায় সমতল অঞ্চলে। এছাড়া বায়ু সম্মিলন ও উচ্চ্চাপ বলয়ের প্রভাবে পূর্ব মধ্য ভারতে শীতের বৃষ্টি হয়। ঝঞ্ঝা ক্রমশ পূর্বদিকে এগোতে থাকে। ফলে উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি ও তুষারপাত হয় এর প্রভাবে। কিন্তু সম্মিলন অঞ্চল, ঘূর্ণাবর্ত বা অক্ষরেখা পূর্ব দিকে এগিয়ে এলে বা নীচের দিকে নেমে এলে তার প্রভাবে মুলত ঝাড়খণ্ড,ছত্তিশগড়, মধ্যপ্রদেশ , ওড়িশা, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের
দক্ষিণাঞ্চলে বৃষ্টি হয় মানে এই অদিনের বৃষ্টি।
বর্তমানে একটি ঘূর্ণাবর্ত ওড়িশা ও সংলগ্ন এলাকায় অবস্থিত। অপর একটি ঘূর্ণাবর্ত মহারাষ্ট্রে অবস্থিত। একটি অক্ষরেখা উত্তর পূর্ব ভারত থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর দিয়ে ঘূর্ণাবর্ত হয়ে বিদর্ভ ও তেলেঙ্গানা হয়ে মহারাষ্ট্রে বিস্তৃত। এর প্রভাবে পূবালী আদ্র বাতাসের সঙ্গে শুষ্ক পশ্চিমা বাতাসের সংঘর্ষে সম্মিলন অঞ্চল তৈরি হয়েছে। এর প্রভাবে আগামীকাল দুপুর পর্যন্ত মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বাংলাদেশে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ৯ তারিখ বিকাল থেকে আবহাওয়ার উন্নতি হবে। ১০-১৩ তারিখ পর্যন্ত জাঁকিয়ে ঠান্ডা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বাংলাদেশে ঠাণ্ডা পড়তে চলেছে ১০-১৩ ফেব্রুয়ারির মধ্যে। ৪৮ ঘণ্টার মধ্যে ঘণ কুয়াশার সম্ভাবনা কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তাই এ ব্যাপারে সতর্ক থাকুন। ১০-১৩ তারিখ আকাশ পরিষ্কার থাকবে। বিক্ষিপ্ত উত্তরে বাতাসের দাপট থাকবে। ১৪ ফেব্রুয়ারি ( ভ্যালেন্টাইন ডে ) আকাশ পরিষ্কার থাকবে সুন্দর ও মনোরম পরিবেশ থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। শিবপূজার সময় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে (২১-২৫ ফেব্রুয়ারির মধ্যে ) এ বিষয়ে বিস্তারিত পোস্ট পরে করা হবে। তাই নজর রাখুন আমাদের পেজে।
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল
তারিখ: ৮.২.২০২০
সময়: বিকাল ৪টে।
No comments:
Post a Comment