ধেয়ে আসছে কেমন ঝড়বৃষ্টি জেনে নিন এখনি। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, February 28, 2020

ধেয়ে আসছে কেমন ঝড়বৃষ্টি জেনে নিন এখনি।

আবার তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড , ওড়িশা ও বাংলাদেশের কিছু জায়গায় বিক্ষিপ্ত
বৃষ্টি ও ঝড়বৃষ্টির সম্ভাবনা। সাধারণত  ২ থেকে ৮ মার্চের মধ্যে থাকছে এই ঝড়বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে ঝাড়খণ্ড বিহার ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে থাকবে। এর পাশাপশি বঙ্গোপোসাগরে তৈরি হয়েছে একটি উচ্চচাপ বলয়। এই উচ্চচাপ বলয়ের প্রভাবে বর্তমানে ঝাড়খণ্ড ওড়িশা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ প্রভৃতি অঞ্চলে জলীয় বাষ্প ঢুকে বাড়াচ্ছে বাতাসের আর্দ্রতা। এই ভাবে ধীরে ধীরে তৈরি হচ্ছে কালবৈশাখী ও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ। আগামী বেশ কয়েকদিনের মধ্যেই আরো অনুকূল হবে পরিস্থিতি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, ২৪ পরগণা, নদীয়া, মেদিনীপুর , ঝাড়গ্রাম প্রভৃতি অঞ্চলে ২-৮ তারিখের মধ্যে কোনো কোনো দিন কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড়়বৃৃষটি বা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হতে পারে। বজ্রগর্ভ মেঘকোষ সৃষ্টির মাধ্যমেই বৃষ্টির বেশিরভাগ হবে এবং একটানা বৃষ্টির পরিবর্তে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত ভাবেই ঝড়বৃষ্টি হবে। আকাশ কখনো পরিষ্কার থেকে আংশিক মেঘলা আবার কখনো আংশিক থেকে প্রধানত মেঘলা থাকবে। কোথাও কোথাও কোনো কোনো সময় খুব মেঘলা হলেও একনাগাড়ে ঘনমেঘলা থাকার সম্ভাবনা তেমন নেই। তবে বজ্রবৃষ্টি বা ঝড়বৃষ্টির পর আকাশ পরিষ্কার হলে পুরোপুরিভাবে আবহাওয়া কেটে যাবে এমনটা নয়। আবার পরবর্তী সময়ে বজ্রমেঘ তৈরি হতে পারে। আবার কোথাও কোথাও সবদিন বৃষ্টি নাও পেতে পারে বা অন্য অঞ্চল পাচ্ছে ওই অঞ্চল পাচ্ছে না মানে পূর্বাভাস ঠিক হয়নি এমনটিও নয়। এই ঝড়বৃষ্টির পূর্বাভাস বজ্রমেঘ সঞ্চার হয়া শুরু করলেই চূড়ান্ত ভাবে বলা সম্ভব। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কিছু জায়গায় বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়ে ঝড়বৃষ্টি হতে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল, সিলেট প্রভৃতি অঞ্চলে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি বা বৃষ্টি হতে পারে ২-৮ তারিখের মধ্যে। 
বঙ্গোপোসাগরের উচ্চচাপ বলয় ও উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং পূর্ব মধ্য ভারতের উপর অবস্থিত ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবান্বিত হয়়েই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ  ও সংলগ্ন উত্তরবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। ঝড়়বৃৃষটি হতে পারে বিক্ষিপ্তভাবে পূর্ব মধ্য ভারতের রাজ্য জুড়ে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত ভাবে। আগামী ২ তারিখ পর্যন্ত আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। ২-৮ তারিখের মধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০-৩৪°সে আশেপাশে। বাতাসের আর্দ্রতা বেশি থাকবে ওই সময়। তবে বিক্ষিপ্ত বৃষ্টির পর সাময়িক সময়ের জন্য আদ্রতা একটু কমলেও আবার পরে বেড়়ে যাবে । 
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
তারিখ: ২৮.২.২০
সময়: রাত ১০.৩০ মিনিট। 

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......