পরিষ্কার ও রৌদ্রজ্জ্বল থেকে কিছু সময় আংশিক খণ্ড খণ্ড মেঘমালার উপস্থিতির সাথে বৃষ্টিহীন হোলিই এবারে হতে পারে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ভবিষ্যত। ৯-১১ তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রধানত পরিষ্কার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে দুপুরে আদ্র ও উষ্ণ পরিবেশ বেশ কিছুটা থাকবে। রাতের দিকে মনোরম পরিবেশ বজায় থাকবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। দোলের সময় থাকছে না মেঘ বৃষ্টির ভ্রুকুুটি বরং রোমান্টিক রৌদ্রজ্জ্বল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে বাাড়তে থাকবে। তবে ৪-৭ তারিখের মধ্যে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। ওই সময় কলকাতা হয়তো মরশুমের প্রথম কালবৈশাখী ঝড় পেতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে মেঘলা। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা এবং উচ্চচাপ বলয়ের প্রভাবে বিক্ষিপ্ত ঝড়়বৃৃষটি হতে পারে ওই সময়। ৯-১১ তারিখের মধ্যে ঘূূর্ণবরতটি সরে যাবে ও উচ্চ্চাপের প্রভাব কিছুটা কমবে ও নীচের দিকে নেমে যাবে। ফলে ঝড়়বৃৃৃৃষটির সম্ভাবনা কমবে। আকাশে কিছু মেঘ থাকলেও বৃষ্টি হবে না। উত্তরে বাতাস ও দখিনা বাতাাসের সম্মিলনের ফলে কোথাও কোথাও কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে। উত্তরে বাতাসের প্রভাবে সর্বোনিম্ন তাপমাত্রা কিছুটা কমলেও শীত আর পড়বে না।
দোল ও বসন্ত উৎসবের প্রাথমিক পূর্বাভাসে দেখা যাচ্ছে ৯ থেকে ১১ মার্চের মধ্যে আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকবে। ৯ মার্চের থেকে আবার সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই ওই সময় কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আকাশ পরিষ্কার থাকায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমলেও তেমন হেরফের হবে না। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯-৩২° সে আশেপাশে। আদ্রতা দুুপুরে কিছুুটা অনুভুুত হতে পারে।
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল।
তারিখ: ২৯.২.২০
সময়: বিকাল ৪.৩০ মিনিট।
THANK YOU.... BEST UPDATE
ReplyDelete