বাংলাদেশের উপর আসন্ন ঝড়বৃষ্টির প্রভাব কতটা থাকবে জেনে নিন বিস্তারিত এখনি। - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, March 01, 2020

বাংলাদেশের উপর আসন্ন ঝড়বৃষ্টির প্রভাব কতটা থাকবে জেনে নিন বিস্তারিত এখনি।

বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে ধেয়ে আসছে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি। আগামী ৪-৮ তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হতে পারে ঝড়বৃষ্টি। কোথাও কোথাও ব্যাপক ঝড়বৃষ্টির সাথে শিলাবৃষ্টি ও ৫০-৮০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড় বয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত ও পূর্ব মধ্য ভারতের দিকে এগিয়ে আসা ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে ঝড়বৃষ্টি হবে। রাজশাহী, ময়মনসিংহ , রঙপুর প্রভৃতি অঞ্চলে বিক্ষিপ্ত মাঝারি থেকে প্রবল ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি ও ঝড়বৃষ্টি ও কখনো কখনো কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির প্রভাব কম থাকবে। চট্টগ্রামে এর তেমন প্রভাব পড়বে না। আকাশ আংশিক মেঘলা থাকবে। উত্তর চট্টগ্রামের কোথাও কোথাও বিচ্ছিন্ন হালকা বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগে মাঝারি প্রভাব পড়বে। ময়মনসিংহ সংলগ্ন ঢাকা বিভাগে ঝড়বৃষ্টির তীব্রতা বেশি থাকবে। ৪-৮ তারিখের মধ্যে আকাশ আংশিক মেঘলা থেকে কোনো কোনো সময় প্রধানত মেঘলা থাকবে। আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮-৩১° সে আশেপাশে ওই সময়। ৮ তারিখ উত্তর পূর্ব ও পূর্ব দিকের  এলাকা গুলিতে মেঘাচ্ছন্নতা ঝড়বৃষ্টি কিছুটা হলেও ৯ তারিখ থেকে সামগ্রিক ভাবে আবহাওয়া পরিস্থিতি উন্নতি হবে। ৯-১২ তারিখ পর্যন্ত আবার মূলত পরিষ্কার বৃষ্টিহীন হবে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল। সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে থাকবে। বলে রাখা দরকার এই বৃষ্টি ও ঝড়বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে হবে তাই সবজায়গায় সমপরিমাণ বৃষ্টি হবে না। এক নাগাড়ে বৃষ্টির থেকে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি। ৪-৮ তারিখের মধ্যে প্রতিদিন একজায়গায় বৃষ্টি নাও হতে পারে। বৃষ্টির পর আকাশ পরিষ্কার হবে। আবার পরবর্তী পর্যায়ে মেঘ তৈরি হবে। তাই এরকম পরিষ্কার মানে সিস্টেম সরে গেছে এমন নয়। মূলত বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে ঝড়বৃষ্টি হবে। এই সময়ের মধ্যে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কোথাও কোথাও ৪০-৬০ কোথাও ৫০-৮০ কিমি বেগে ঝড় হতে পারে। বৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎ ও শিল থাকার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে । তাই চাষীদের জন্য সতর্কতা দেওয়া হল। 
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
তারিখ: ১.৩.২০২০
সময়: রাত ১২.৩০ মিনিট।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......