ধেয়ে আসছে ব্যাপক ঝড় ও বজ্রবৃষ্টি। বিশেষ সতর্কতা দেওয়া হল পশ্চিমবঙ্গের নানা জায়গায়। - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, March 01, 2020

ধেয়ে আসছে ব্যাপক ঝড় ও বজ্রবৃষ্টি। বিশেষ সতর্কতা দেওয়া হল পশ্চিমবঙ্গের নানা জায়গায়।

বাড়ছে ধীরে ধীরে দুপুরের তাপমাত্রা। উত্তপ্ত হচ্ছে ভূপৃষ্ঠ। বাতাসে ক্রমেই বাড়ছে আদ্রতা। ধীরে ধীরে তৈরি হচ্ছে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ। এর পাশাপাশি উচ্চচাপ বলয় , ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে আগামী বেশ কয়েকদিন বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির তৈরি হচ্ছে। কোথাও কোথাও ঘন্টায় ৫০-৮০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে কালবৈশাখী। কলকাতাও এইবার পেতে চলেছে মরশুমের প্রথম কালবৈশাখী। এই কালবৈশাখী হয়ত শক্তিশালী হতে পারে। কলকাতা ছাড়া মেদিনীপুর, ২৪ পরগণা , নদীয়া, বর্ধমান, বাকুুড়়া , হুগলি, হাওড়া প্রভৃতি অঞ্চলে বিক্ষিপ্ত ঝড়়বৃৃষটির সম্ভাবনা আছে। কোথাও কোথাও ৫০-৮০ কিমি প্রতি ঘন্টা ঝড় ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় কাল ও পরশু বিক্ষিপ্ত বজ্রঝঞ্ঝা হতে পারে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হতে পারে। তবে ৪-৮ তারিখ পর্যন্ত মূল ঝড়়বৃৃষটি হতে পারে বিক্ষিপ্ত ভাবে। উত্তরবঙ্গের মালদা দিনাজপুর সহ বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি ও ঝড় হতে পারে ৪-৭ তারিখের মধ্যে। বাংলাদেশের খুলনা, রাজশাহী, ঢাকা , রঙপুুর প্রভৃতি অঞ্চলে বিক্ষিপ্ত ঝড়়বৃৃষটির সম্ভাবনা আছে আগামী ৪-৮ তারিখের মধ্যে। এই সময় কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে ৪-৭ তারিখ পর্যন্ত। আকাশ থাকবে আংশিক থেকে প্রধানত মেঘলা। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হবার জন্য সবজায়গায় সমান বৃষ্টি হবে না। আদ্রতা বেশি থাকবে ওই সময়। 
সাধারনত সবথেকে বেশি ঝড়়বৃৃৃৃষটির সম্ভাবনা রয়েছে বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, উ ২৪ পরগণা, নদীয়া, মালদা ,মুর্শিদাবাদ, দ দিনাজপুর, ও কোচবিহার জেলায়। এই সমস্ত অঞ্চলে ঘণ্টায় ৫০-৮০ কিমি বেগে কোথাও কোথাও ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি অঞ্চলে হালকা থেকে মাঝারি ঝড়়বৃৃষটির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের খুলনা বিভাগ ও সংলগ্ন এলাকায় ঝড়়বৃৃষটির সম্ভাবনা আছে । সাধারণত উচ্চ্চাপ বলয় ও ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি হতে পারে। তাছাড়া পশ্চিমা ও আদ্র বাতাসের সমন্বয়ে বজ্রগর্ভ মেঘকোষ সৃষ্টির মাধ্যমে ঝড়় ও বৃষ্টি হবে । তাই চাষী ভাইরা তাড়াতাড়ি ফসলের কাজ শেষ করুন। বজ্রপাত , ঝড় ও শিলাবৃষ্টির সতর্কতা নিন ও ভালো থাকুন। 
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
তারিখ: ১.৩.২০
সময়: সন্ধ্যা ৬.৪৫ মিনিট। 

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......